'কোনও পুরুষকে নয়, কুকুরকে চাইলেন' এই বলিউড অভিনেত্রী

‘আমি একটা কুকুর চাই, কোনও পুরুষ নয়’। অভিনেত্রী নার্গিস ফকরির এই বক্তব্য সামনে আসতেই বিতর্কের ঝড় উঠেছে টিনসেল টাউনে। কিন্তু, কেন কী প্রসঙ্গে হঠাত্ এই মন্তব্য নায়িকার?

Updated By: Jul 2, 2016, 12:13 PM IST
'কোনও পুরুষকে নয়, কুকুরকে চাইলেন' এই বলিউড অভিনেত্রী

ওয়েব ডেস্ক : ‘আমি একটা কুকুর চাই, কোনও পুরুষ নয়’। অভিনেত্রী নার্গিস ফকরির এই বক্তব্য সামনে আসতেই বিতর্কের ঝড় উঠেছে টিনসেল টাউনে। কিন্তু, কেন কী প্রসঙ্গে হঠাত্ এই মন্তব্য নায়িকার?

কয়েকদিন আগেই নার্গিস ফকরির সঙ্গে অভিনেতা তথা প্রযোজক উদয় চোপড়ার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা হয়। শিরোনামে আসে সে খবর। আর সেই খবরের জেরেই বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী। বলেন, ‘আমি একটা কুকুর চাই, কোনও পুরুষ নয়’। আরও বলেন, 'কুকুর যখন তার মালিককে দেখে, তখন তার যা রিঅ্যাকশন হয়। আমরা যখন আমাদের ভালোবাসার মানুষকে দেখি, সেরকমই অনুভূতি হয়।' তাঁর এই বিতর্কিত মন্তব্য নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিলেও অবশ্য বিন্দাস মুডে রয়েছেন নার্গিস ফকরি।

.