মধুর ভন্ডারকরের ছবি ‘ইন্দু সরকার’-র শুটিং শেষ করে শহরে টোটা রায়চৌধুরি

মধুর ভন্ডারকরের ছবি ইন্দু সরকারের শুটিং শেষ করে শহরে ফিরলেন টোটা রায়চৌধুরি। ছবিতে ইন্দুর স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। মনে করা হচ্ছে ফিরোজ গান্ধীর চরিত্রের আদলেই তৈরি হয়েছে টোটার চরিত্র। ছবিতে তাঁর সঙ্গে নীল নীতিন মুকেশ, কীর্তি কুলহারি। ইন্দিরা গান্ধীর বিতর্কিত ২১ মাসের emergency ঘোষণার সময়কে ছবিতে তুলে ধরছেন পরিচালক। ২ বছর ধরে এই বিষয় নিয়ে পড়াশুনা করছিলেন তিনি।

Updated By: Feb 6, 2017, 02:47 PM IST
মধুর ভন্ডারকরের ছবি ‘ইন্দু সরকার’-র শুটিং শেষ করে শহরে টোটা রায়চৌধুরি

ওয়েব ডেস্ক: মধুর ভন্ডারকরের ছবি ইন্দু সরকারের শুটিং শেষ করে শহরে ফিরলেন টোটা রায়চৌধুরি। ছবিতে ইন্দুর স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। মনে করা হচ্ছে ফিরোজ গান্ধীর চরিত্রের আদলেই তৈরি হয়েছে টোটার চরিত্র। ছবিতে তাঁর সঙ্গে নীল নীতিন মুকেশ, কীর্তি কুলহারি। ইন্দিরা গান্ধীর বিতর্কিত ২১ মাসের emergency ঘোষণার সময়কে ছবিতে তুলে ধরছেন পরিচালক। ২ বছর ধরে এই বিষয় নিয়ে পড়াশুনা করছিলেন তিনি।

আরও পড়ুন

জানেন ১০ দিনে কত কোটির ব্যবসা করল ‘কাবিল’?

অন্যদিকে, অভিনয়ে সাড়া না ফেললেও অন্য নায়িকাদের পিছনে ফেলে আরও এক ধাপ এগিয়ে গেলেন সোনম কাপুর। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি লঞ্চ করলেন নিজের ডিজিটাল স্টিকার।

.