সাড়ে ৩ মিনিটের রুদ্ধশ্বাস ট্রেলারে ‘টাইগার জিন্দা হ্যায়’

Updated By: Nov 7, 2017, 12:11 PM IST
সাড়ে ৩ মিনিটের রুদ্ধশ্বাস ট্রেলারে ‘টাইগার জিন্দা হ্যায়’

নিজস্ব প্রতিবেদন: মাঝে টানা ৫ বছরের বিরতি। অবশেষে ফের একসঙ্গে রুপোলি পর্দায় আসতে চলেছেন বলিউডের অন্যতম আলোচিত জুটি সলমন খান এবং ক্যাটরিনা কাইফকে। অনস্ক্রিনে এই জুটিকে দর্শকরা খুবই পছন্দ করেন। অফস্ক্রিনেও তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। তাঁদের প্রণয়ের সম্পর্কের গুঞ্জন নিয়ে একসময় বলিউড ছিল সরগরম। যদিও নিজের মুখে সেকথা স্বীকার করেননি কেউই। এমনকী বিচ্ছেদের পরেও। তবুও, যা রটে তার কিছুটা তো বটে। সে যাই হোক, ‘টাইগার জিন্দা হ্যায়’-তে ফের একবার এই জুটিকে দেখতে পাবেন ফ্যানরা।  

'সুন্দর নন' একথা ভেবেই আত্মহত্যা করতে গিয়েছিলেন এই অভিনেত্রী

২০১২ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। ছবির শ্যুটিং শুরু থেকেই 'ভাইজান'-এর ছবি নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। অবশেষে মুক্তি পেল ছবির ট্রেলার। ৩ মিনিট ১৪ সেকেন্ডের রুদ্ধশ্বাস ট্রেলার দেখতে দেখতে চোখের পলক ফেলতে পারবেন না। এখনো না দেখে থাকলে আপনার জন্য রইল ট্রেলারটি।

 

সত্যিই কি বিয়ে করছেন প্রভাস-অনুষ্কা?

.