WB assembly election 2021 : ''বহিরাগত নই, আমি বাংলারই মেয়ে'', দলে 'বিদ্রোহ' নিয়ে প্রতিক্রিয়া Saayoni-র

 সায়নীর সাফ কথা  ''মান, অভিমান, ক্ষোভ, যা আছে তা মিটিয়ে নেব। আমি বহিরাগত নই, বাংলারই মেয়ে।'' 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Mar 7, 2021, 08:11 PM IST
WB assembly election 2021 : ''বহিরাগত নই, আমি বাংলারই মেয়ে'', দলে 'বিদ্রোহ' নিয়ে প্রতিক্রিয়া Saayoni-র

নিজস্ব প্রতিবেদন: ওঁরা বহিরাগত। সায়নী ঘোষ (Saayoni Ghosh), রাজ চক্রবর্তী (Raj Chakraborty), সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)-এর মতো তারকাদের প্রার্থী করায় ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলেরই একাংশ। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রেও তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের তীব্র বিরোধিতা করেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কী বলছেন সায়নী? তাঁর সাফ কথা  ''মান, অভিমান, ক্ষোভ, যা আছে তা মিটিয়ে নেব। আমি বহিরাগত নই, বাংলারই মেয়ে।'' 

প্রার্থী হওয়ার পর রবিবার আসানসোলে পৌঁছোন সায়নী ঘোষ  (Saayoni Ghosh)। সেখানে গিয়েই 'বহিরাগত' ইস্যুতে সায়নী বলেন, ''কীসের বহিরাগত, আমি বাংলারই মেয়ে। কলকাতা থেকে আসছি, কলকাতার যত ভালো আছে, সব এখানে নিয়ে আসব। দিদি বলেছেন, ভালোবাসা কাকে বলে দেখিয়ে এসো, তাই এসেছি। আগামী দিনে যদি সুযোগ পাই তাহলে কাজে দেখিয়ে দেব, বেশি কথা বলব না।'' আসানসোলে এসে কেমন লাগছে? এপ্রশ্নে সায়নী বলেন, ''অসাধারণ লাগছে, আমি এতটা গ্রহনযোগ্যতা, ভালোবাসা আশাই করিনি। দিদির হাত তো মাথার উপর ছিলই। আজ মানুষের ভালোবাসা, সমর্থন দেখে আমি উচ্ছ্বসিত। প্রথমদিনেই যদি এত ভালোবাসা পাই, তাহলে এখনে এসে যখন থাকবো, তখন মানুষ আরও আপন করে নেবেন।''

আরও পড়ুন- আসানসোল দক্ষিণে Saayoni Ghosh, পুজো দিলেন শিব মন্দিরে

প্রসঙ্গত, আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসাবে সায়নী ঘোষের  (Saayoni Ghosh) নাম ঘোষণার পর স্থানীয় দলীয় নেতৃত্বের মধ্যে ক্ষোভ তৈরি হওয়ার খবর মেলে। এমনকি সায়নী ঘোষকে প্রার্থী করার প্রতিবাদে তৃণমূলেরই একাংশকে শনিবার সেখানে মিছিলও করতেও দেখা যায়। আর এরপরই রবিবার আসানসোলে পৌঁছেছিলেন সায়নী। 

.