সুস্থ ফুসফুস, সুস্থ জীবন, মেনে চলুন কয়েকটি টিপস

ধোঁয়া ও ধুলো ভরা শহর আমাদের ফুসফুসে নানারকম সংক্রমণ ঘটিয়ে থাকে। এরফলে ধীরে ধীরে ফুসফুসের কোষগুলো অকেজো হতে থাকে।

Updated By: Jan 25, 2020, 07:38 PM IST
সুস্থ ফুসফুস, সুস্থ জীবন, মেনে চলুন কয়েকটি টিপস

নিজস্ব প্রতিবেদন : যতক্ষণ শ্বাস নিতে পারছেন ততক্ষণই জীবন। আর এই শ্বাস নিতে যদি অসুবিধা হয়, তাহলে সেটা সত্যি-ই চিন্তার বিষয়। আমাদের শ্বাস নিতে সাহায্য করে ফুসফুস। সুস্থ থাকতে ফুসফুসের সঠিকভাবে কাজ করা আবশ্যিক। এখন ধোঁয়া ও ধুলো ভরা শহর আমাদের ফুসফুসে নানারকম সংক্রমণ ঘটিয়ে থাকে। এরফলে ধীরে ধীরে ফুসফুসের কোষগুলো অকেজো হতে থাকে। ফলে অল্প পরিশ্রমেই হাঁপিয়ে যাওয়া, শ্বাসকষ্ট এসব উপসর্গ হয়ে থাকে। এর থেকে রক্ষা পেতে ফুসফুসের কার্যকারিতা বাড়ানো প্রয়োজন।

চলুন জেনে নেওয়া যাক ফুসফুসের কার্যকারিতা বাড়ানোর কিছু উপায়-

•    নিয়মিত হাঁটাহাটি ও হালকা ব্যায়াম করুন।

•    নিশ্বাসের ব্যায়াম করলে উপকার পাওয়া যায় যেমন ধরুন কপাল ভাতি।

•    চিকিৎসকের পরামর্শ নিয়ে ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার ভ্যাকসিন নিতে পারেন।

•    ধোঁয়া, ধুলো যথাসম্ভব এড়িয়ে চলুন। প্রয়োজনে মাস্ক পরে বেরোন।

•    ধূমপান ছাড়ুন  আর অন্য কেউ ধূমপান করার সময়ও থাকবেন না কাছে ।

•   দূরে থাকুন মশার ওষুধ থেকে।

আরও পড়ুন, বুকে ব্যথা মানেই সব সময় হার্টে সমস্যা নয়! জেনে নিন কী কী কারণে বুকে ব্যথা হতে পারে

•    ফুসফুসে সমস্যা দেখা দিলে ওজন কমতে থাকে। কাজেই প্রোটিনসমৃদ্ধ সুষম খাবার খান৷ সঙ্গে খান ভিটামিন এ সমৃদ্ধ খাবার— যেমন, টাটকা শাক ও ফল।

•   দীর্ঘদিন শ্বাসকষ্ট হলে অবহেলা না করে অবশ্যই পরমর্শ নিন চিকিৎসকের ।

.