Corona Update India: ফের ৪০ হাজারের উপরে দৈনিক সংক্রমণ, অনেকটা কমল মৃত্যু

সুস্থতার হার বেড়ে ৯৭.২৮ শতাংশ। 

Updated By: Jul 15, 2021, 10:19 AM IST
Corona Update India: ফের ৪০ হাজারের উপরে দৈনিক সংক্রমণ, অনেকটা কমল মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: ফের ৪০ হাজারের উপরে দেশে দৈনিক করোনা সংক্রমণ (Daily Corona Cases)। যদিও একদিনে অনেকটা কম হল মৃতের সংখ্যা ( Daily Death Toll)। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮০৬ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৯ লক্ষ ৮৭ হাজার ৮৮০।

এদিকে একদিনে অনেকটা কমল দেশে করোনায় মৃতের সংখ্যা।  দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ৫৮১ জন। মোট মৃ্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন (recovery) ৩ কোটি ১ লক্ষ ৪৩ হাজার ৮৫০ জন। যার ফলে মোট আক্রান্তের মাত্র ১.৩৯ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী (Active Cases) রয়েছেন। বর্তমানে দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ৩২ হাজার ৪১ জন। সুস্থতার হার (Recovery Rate) বেড়ে ৯৭.২৮ শতাংশ। 

যদিও করোনা টেস্টের সংখ্যা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। মোট করোনা টেস্ট করা হয়েছে ৪৩.৮০ কোটি মানুষের। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ভ্যাকসিন নিয়েছেন ৩৪ লক্ষ ৯৭ হাজার ৫৮ জন। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত মোট টিকাগ্রহীতার সংখ্যা ৩৯ কোটি ১৩ লক্ষ ৪০ হাজার ৪৯১ জন। 

আরও পড়ুন: দৈনিক সংক্রমণে শঙ্কা দার্জিলিং ও পূর্ব মেদিনীপুরে, ১৪ জেলায় কোভিড-মৃত্যু শূন্য

আরও পড়ুন: বিশ্বজুড়ে এক লাফে অনেকটা বাড়ল Corona সংক্রমণের হার, তৃতীয় ঢেউ কি তবে এসে গেল?
 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.