মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আদি গঙ্গা পরিষ্কার, বাকিটা আগের মতই বেহাল

কালিঘাট, আলিপুর পর্যন্ত যথেষ্ট পরিষ্কার আদি গঙ্গা। কিন্তু বাকি অংশের হাল কি? পুরসভার রিপোর্ট বলছে যে সোনারপুর পর্যন্ত পরিষ্কার হয়েছে আদি গঙ্গা। যদিও পিবিসি রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে। তার ভিত্তিতেই খারিজ পুরসভার রিপোর্ট। 

Updated By: Jul 17, 2015, 07:32 AM IST
মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আদি গঙ্গা পরিষ্কার, বাকিটা আগের মতই বেহাল

ওয়েব ডেস্ক: কালিঘাট, আলিপুর পর্যন্ত যথেষ্ট পরিষ্কার আদি গঙ্গা। কিন্তু বাকি অংশের হাল কি? পুরসভার রিপোর্ট বলছে যে সোনারপুর পর্যন্ত পরিষ্কার হয়েছে আদি গঙ্গা। যদিও পিবিসি রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে। তার ভিত্তিতেই খারিজ পুরসভার রিপোর্ট। 

একথা কার্যত স্বীকার করে নিয়েছেন মেয়র পারিষদ। কালিঘাট এলাকার আদি গঙ্গা সংলগ্ন মুখ্যমন্ত্রীর বাসস্থান। আর আদি গঙ্গার বাকি যে অংশে সাধারণ মানুষের বাস, তার ছবি অনেকটা এরকম।

আদি গঙ্গার বর্তমান পরিস্থিতি নিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একটি রিপোর্ট পেশ করে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের পূর্বাঞ্চলীয় শাখাকে। তার ভিত্তিতেই খারিজ হয়ে যায় পুরসভার দেওয়া নতুন রিপোর্ট। এরপর পরিবেশকর্মী সুভাষ দত্তের করা একটি মামলার প্রেক্ষিতে আদি গঙ্গা নিয়ে পুরসভাকে নতুন রিপোর্ট জমা দেওয়া নির্দেশ দিয়েছে গ্রিন ট্রাইব্যুনাল।

.