Tarunjyoti Tiwari: ২ তৃণমূল বিধায়কের লেটার প্যাডে 'চাকরির সুপারিশ'! নথি জমা পড়ল হাইকোর্টে
অভিযুক্তদের মধ্যে একজন আবার রাজ্যের মন্ত্রী।
অর্ণবাংশু নিয়োগী: ২ তৃণমূল বিধায়ক। একজন আবার রাজ্যের মন্ত্রী। নিজেদের লেটার প্যাডে 'চাকরির সুপারিশ' করেছেন তাঁরা! হাইকোর্টে নথি জমা দিলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। পেশায় তিনি নিজেও আইনজীবী।
ঘটনাটি ঠিক কী? অভিযোগ, রাজ্যের মন্ত্রী অখিল গিরি, বিধায়ক অসীম মাজি নিজেদের লেটার প্যাডে 'চাকরির সুপারিশ' করেছেন। এমনকী, বাদ যাননি মুকুলপুত্র প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। চাকরির সুপারিশ করা হয়েছে তাঁর লেটার প্যাডেও! হাইকোর্টে মামলা করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। এদিন শুনানিতে আদালতে নথিও জমা দিলেন তিনি।
আরও পড়ুন: CPM: পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ুন, দলের নেতাদের নির্দেশ আলিমুদ্দিনের
এদিকে রাজ্যের র ১৭ ITI কলেজে দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তরুণজ্যোতি। কেন্দ্রের অনুদান বন্ধের দাবিতে জনস্বার্থ মামলা করেছেন তিনি। মামলাকারীর অভিযোগ, কেন্দ্রীয় অনুদান পাওয়ার জন্য শিল্প সংস্থার সঙ্গে চুক্তি সংক্রান্ত ভুয়ো নথি দেখিয়েছে মুর্শিদাবাদের নাকাশিপাড়া ITI কলেজ।