ইস্তফা দিতে বলা হয়েছিল, দলের সিদ্ধান্তে দুঃখ গোপন করলেন না Babul

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বাবুল সুপ্রিয় (Babu Supriyo)। 

Updated By: Jul 7, 2021, 05:27 PM IST
ইস্তফা দিতে বলা হয়েছিল, দলের সিদ্ধান্তে দুঃখ গোপন করলেন না Babul

নিজস্ব প্রতিবেদন: সেই ২০১৪ আসানসোলে জনসভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন,'মুঝে বাবুল চাহিয়ে।' নিরাশ করেনি শিল্পশহর। দক্ষিণবঙ্গের একমাত্র বিজেপি সাংসদ হয়েছিলেন বাবুল সুপ্রিয়। তার পর হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। মোদীর দ্বিতীয় জমানাতেও তিনি থেকে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। ৭ বছর কেন্দ্রীয় মন্ত্রী থাকার পর বুধবারের রদবদলে বাদ পড়লেন বাবুল। তাঁকে ইস্তফা দিতে বলা হল। দলের সিদ্ধান্তে বেশ দুঃখই পেয়েছেন আসানসোলের বিজেপি সাংসদ। ফেসবুকে তা গোপনও করেননি।             

বাবুলের কথায়,'সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাকে স্নেহ করেন। তাঁদের ফোন তুলতে পারছি না। নিজেই জানিয়ে দিচ্ছি, হ্যাঁ মন্ত্রিসভা থেকে আমি ইস্তফা দিয়েছি। (আমাকে ইস্তফা দিতে বলা হয়েছিল। বিষয়টি ঠিক এমনটা নয়) মন্ত্রিসভার সদস্য হিসেবে দেশের সেবা করার সুযোগ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। দুর্নীতির দাগ না নিয়ে চলে যাচ্ছি। এটা অত্যন্ত খুশির।'  

তাঁর কাজের ভিত্তিতে আসানসোলে ফের জিতেছেন সে কথাও মনে করিয়ে দেন বাবুল। তিনি লিখেছেন,'সর্বশক্তি দিয়ে নিজের লোকসভা কেন্দ্রের মানুষের পাশে দাঁড়িয়েছি। ২০১৯ সালে তিনগুণ মার্জিনে আমায় জিতিয়েছেন তাঁরা। বাংলা থেকে মন্ত্রিত্বের শপথগ্রহণের জন্য আমার সতীর্থদের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। তাঁদের নাম সকলেই জেনে গিয়েছেন। আমি নিজের জন্য দুঃখিত হলেও ওঁদের জন্য খুশি। ওঁরা ভালো কাজ করুক।' 

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন বাবুল সুপ্রিয়। একইসঙ্গে এ দিন পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল বাংলা থেকে আর এক প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীকে। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি।

আরও পড়ুন- বাদ দেবশ্রী-বাবুল; বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন শান্তনু,নিশীথ,সুভাষ ও বার্লা

.