সারদা তদন্ত গতি আনল CBI; দীর্ঘক্ষণ জেরা কুণাল ঘোষকে
সারদা তদন্ত নিয়ে ফের তোড়জোড় সিবিআইয়ের। বুধবার দীর্ঘক্ষণ জেরা কুণাল ঘোষকে। সারদা তদন্তে বেশ কিছু নতুন সূত্রের ভিত্তিতে জেরা করা হয়। দুদফায় কুণাল ঘোষের বয়ান রেকর্ড করা হয়েছে। বয়ানে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। সেই তথ্যের ভিত্তিতে তদন্তের গতি বাড়াতে চলেছে CBI।
ওয়েব ডেস্ক : সারদা তদন্ত নিয়ে ফের তোড়জোড় সিবিআইয়ের। বুধবার দীর্ঘক্ষণ জেরা কুণাল ঘোষকে। সারদা তদন্তে বেশ কিছু নতুন সূত্রের ভিত্তিতে জেরা করা হয়। দুদফায় কুণাল ঘোষের বয়ান রেকর্ড করা হয়েছে। বয়ানে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। সেই তথ্যের ভিত্তিতে তদন্তের গতি বাড়াতে চলেছে CBI।
আরও পড়ুন- নারদকাণ্ডে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন সুলতান আহমেদ, দাবি সিবিআইয়ের গোয়েন্দাদের
নারদকাণ্ডে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন সুলতান আহমেদ। এমনই দাবি করলেন সিবিআইয়ের গোয়েন্দারা। নির্বাচনী ফান্ডের জন্য তিনি টাকা নেন বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ। সুলতান আহমেদের কাছে সেই সংক্রান্ত নথি চেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, চলতি সপ্তাহে সেই নথি জমা দেবেন বলে গোয়েন্দাদের জানিয়েছেন সুলতান আহমেদ। গতকালই দ্বিতীয়বার নোটিস পেয়ে সিবিআই দফতরে হাজিরা দেন তৃণমূল সাংসদ।