সারদাকাণ্ডে এবার সিবিআই তলব বিধায়ক সব্যাসচী দত্ত ও দিব্যেন্দু অধিকারীকে
সারদাকাণ্ডে ফের অস্বস্তিতে তৃণমূল। এবার শাসক দলের দুই বিধায়ক সব্যসাচী দত্ত ও দিব্যেন্দু অধিকারীকে তলব করছে সিবিআই। আগামী সপ্তাহেই তাঁদের নোটিস পাঠানো হচ্ছে বলে সিবিআই সূত্রের
খবর।
রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে জেরা করতে চান সারদাকাণ্ডের তদন্তকারী অফিসাররা। কাঁথির বিধায়ক দিব্যেন্দু অধিকারীও সিবিআই জেরার মুখে পড়তে চলেছেন। এর আগে
সিবিআই যখন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেছিল, তখনও দিবেন্দ্যুর বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল । সিবিআই সূত্রের খবর, বেশকয়েকজন অভিযুক্ত ও সাক্ষীকে জিজ্ঞাসাবাদে
সব্যসাচী দত্তর নাম উঠে আসে। সেইসব তথ্য যাচাই করতেই সব্যসাচী দত্তকে জেরা করতে চান গোয়েন্দারা। কাঁথিতে আবাসন প্রকল্প সারদা এনক্লেভ কীভাবে পাস হয়েছে তা জানতে কাঁথি পুরসভাকেও
নোটিস।
সেক্ষেত্রে পুরসভার চেয়ারম্যান হিসাবে তাঁর ভূমিকা যাচাই করতেই তলব দিব্যেন্দু অধিকারীকে। এদিকে সারদাকাণ্ডে বুধবার ধৃত মনোরঞ্জনা সিং এবং শান্তনু ঘোষকে তেরোই অক্টোবর পর্যন্ত সিবিআই
হেফাজত রাখার নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার তাঁদের দুজনকেই আলিপুর আদালতে পেশ করা হয়। এর আগে তাদের দীর্ঘক্ষণ জেরা করেন গোয়েন্দারা। অন্যদিকে সারদা রিয়েলটি মামলায়
এদিন ফের মদন মিত্রের জামিনের আর্জি খারিজ করে আদালত।