পর্যটনশিল্পের প্রসারে টাউন হলে বৈঠকে মুখ্যমন্ত্রী
পর্যটনশিল্পকে চাঙ্গা করার লক্ষ্যে আজ টাউনহলে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র একটি দফতরকে নিয়ে এই প্রথম কোনও বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে পর্যটনমন্ত্রী ছাড়াও ছিলেন অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, কলকাতার মেয়র ও পঞ্চায়েতমন্ত্রী।
পর্যটনশিল্পকে চাঙ্গা করার লক্ষ্যে আজ টাউনহলে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র একটি দফতরকে নিয়ে এই প্রথম কোনও বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে পর্যটনমন্ত্রী ছাড়াও ছিলেন অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, কলকাতার মেয়র ও পঞ্চায়েতমন্ত্রী। ভোটের আগেই রাজ্যে পর্যটনশিল্পের উন্নতির ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতাকে লন্ডন, দিঘাকে গোয়া এমনকি উত্তরবঙ্গকে সুইত্জারল্যান্ড বানানোর প্রতিশ্রুতিও শোনা গিয়েছিল তাঁর মুখে। কিন্তু ক্ষমতায় আসার পর ৭ মাস অতিক্রান্ত হলেও পর্যটন দফতরের কাজে সন্তুষ্ট নন তিনি। বেশ কয়েকটি বৈঠকে প্রকাশ্যেই পর্যটনমন্ত্রী রচপাল সিং ও পর্যটনসচিবকে ভর্ত্সনাও করেছেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে পর্যটনশিল্পকে সামনে রেখে রাজ্যে প্রচুর বিনিয়োগ ও কর্মসংস্থানের লক্ষ্যেই এই বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল।