`আইন শৃঙ্খলা` বিতর্ক নিয়ে রাজ্যপালের কাছে কংগ্রেস
আইন শৃঙ্খলা ইস্যুতে তৃণমূলের পাশাপাশি রাজ্যপালকেও নিশানা করল কংগ্রেস। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আজ বিকেল সাড়ে পাঁচটায় রাজ্যপালের কাছে ডেপুটেশন দেবেন প্রদেশ কংগ্রেস নেতারা। পাশাপাশি এ বিষয়ে রাজ্যপালের অবস্থান নিয়েও অভিযোগ জানান হবে।
আইন শৃঙ্খলা ইস্যুতে তৃণমূলের পাশাপাশি রাজ্যপালকেও নিশানা করল কংগ্রেস। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আজ বিকেল সাড়ে পাঁচটায় রাজ্যপালের কাছে ডেপুটেশন দেবেন প্রদেশ কংগ্রেস নেতারা। পাশাপাশি এ বিষয়ে রাজ্যপালের অবস্থান নিয়েও অভিযোগ জানান হবে।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীর উদ্বেগজনক বলে গত ৫ জুলাই মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে যে হারে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা বেড়ে চলেছে, তা কখনই সুস্থ গণতন্ত্রের পরিচয় নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি। রাজ্যপাল এম কে নারায়ণন সে সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য খারিজ করে দেন। রাজ্যপালের সেই প্রতিক্রিয়ার বিরোধিতা করেই আজ বিকেলে তাকে স্মারকলিপি জমা দেবেন প্রদেশ নেতারা।
আইন শৃঙ্খলার অবনতির পাশাপাশি বিদ্যুতের অস্বাভাবিক দাম বাড়ার প্রতিবাদে এবারে পথে নামছে কংগ্রেস। আজ দুপুরে সিইএসইর সদর দফতর ভিক্টেরিয়া হাউসের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয় প্রদেশ কংগ্রেসের তরফে। সমাবেশে উপস্থিত ছিলেন চার জেলার কংগ্রেস কর্মী-সমর্থকেরা।
রাষ্ট্রপতি নির্বাচনের আগে এমনিতেই রাজ্যে শাসকজোটের দুই শরিকের সম্পর্কে টানাপোড়েন চলছে। তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যেই সরব হয়েছেন প্রদেশ কংগ্রেসের নেতার। শরিক হয়েও রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণাও করেছেন তাঁরা। তবে সেই সংঘাত মূলত বিবৃতি মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেই সংঘাতকে আরও তীব্র করে সরকার বিরোধী আন্দোলনকে জোরদার করতেই এবারে কংগ্রেস পথে নামছে বলে মনে করছে রাজনৈতিক মহল।