শহরের লকডাউন পরিস্থিতি কেমন, সরেজমিনে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

গাড়িতে বসেই খোঁজ নিলেন আম জনতার। কে কী করছেন?  কোনও সমস্যা হচ্ছে কিনা

Reported By: সুকান্ত মুখোপাধ্যায় | Edited By: Priyanka Dutta | Updated By: Apr 21, 2020, 10:52 PM IST
শহরের লকডাউন পরিস্থিতি কেমন, সরেজমিনে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: শহরে করোনা পরিস্থিতি মোকাবিলায় কতটা তৎপর প্রশাসন, লকডাউন বিধি কতটা মানছেন মানুষ, রাস্তায় নেমে নিজেই তা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজাবাজার থেকে মাঠপুকুর চষে ফেললেন মুখ্যমন্ত্রী। সকলকে অনুরোধ করলেন লকডাউন মেনে চলতে।

আরও পড়ুন-র‌্যাপিড টেস্ট কিট আপাতত ২ দিন ব্যবহার করা যাবে না, রাজ্যগুলিতে সতর্ক করল ICMR

হটস্পট তালিকায় ঢুকে পড়েছে শহর কলকাতার বেশ কয়েকটি এলাকা। তারপরও লকডাউন সঠিকভাবে না মানার অভিযোগ উঠছে। এর মধ্য পড়েছে রাজাবাজার, পার্কসাকার্স। কেমন আছেন এখানকার বাসিন্দারা? কতটা কঠোরভাবে মানা হচ্ছে লকডাউনের বিধি?  তা খতিয়ে দেখতেই মঙ্গলবার মুখ্যমন্ত্রীর প্রথম গন্তব্য ছিল রাজাবাজার।

গাড়িতে বসেই খোঁজ নিলেন আম জনতার। কে কী করছেন?  কোনও সমস্যা হচ্ছে কিনা। এদিন মুখ্যমন্ত্রীর দ্বিতীয় গন্তব্য ছিল পার্কসার্কাস। এখানেও একই কায়দায় গাড়িতে বসে মাইক হাতে কথা বলেন মুখ্যমন্ত্রী। পার্কসার্কাস থেকে সিআইটি রোড হয়ে মুখ্যমন্ত্রীর গাড়ি পৌছয় তপসিয়া মোড়ে।

আরও পড়ুন-১৮৫ বছরের ইতিহাসে এই প্রথম, করোনা আতঙ্কে ধু ধু করছে কলকাতা মেডিক্যাল কলেজ

সামাজিক দূরত্ব বজায় রেখেই এলাকার মানুষের খোঁজখবর নেন। শেষ গন্তব্য মাঠপুকুর। নিজস্ব কায়দায় এলাকার হাল হকিকত দেখলেন। মাইক হাতে সকলের কাছে আবেদন করলেন লকডাউনের বিধি মেনে চলার।

.