করোনা আতঙ্কে সতর্ক কলকাতা চিড়িয়াখানা, নজর রাখা হচ্ছে বিদেশিদের ওপরে
এক দিকে শীতের মরসুম। চিড়িয়াখানায় দর্শকের সংখ্যাও প্রচুর। সেই তালিকায় দেশী এবং বিদেশি নাগরিকেরাও রয়েছেন
নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে চিন। ভাইরাসে আক্রান্ত হয়ে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। সতর্ক হচ্ছে ভারতও। এই অবস্থায় ভাইরাসের হাত থেকে পশুপাখিদের সুরক্ষিত রাখতে সতর্ক হল কলকাতা চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
আরও পড়ুন-বাংলায় হিংসার আখড়া চলছে, ফের রাজ্যের সঙ্গে সংঘাতে ধনখড়
এক দিকে শীতের মরসুম। চিড়িয়াখানায় দর্শকের সংখ্যাও প্রচুর। সেই তালিকায় দেশী এবং বিদেশি নাগরিকেরাও রয়েছেন। এই অবস্থায় চিড়িয়াখানার পশুপাখিদের রক্ষার্থে এবার বিশেষ করে বিদেশি নাগরিকদের ওপর নজর রাখছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
কি ভাবে রাখা হচ্ছে নজর? কোনও বিদেশী নাগরিক বা চিনা নাগরিক চিড়িয়াখানা দেখতে এলে তাদের ওপর খেয়াল রাখা হচ্ছে। তারা যখন প্রবেশ করছেন দেখে নেওয়া হচ্ছে তাঁর শারীরিক অবস্থা কেমন। তাদের গতিবিধি খেয়ালে রাখছেন সেখানকার কর্মীরা। আপাতত মেডিক্যাল ব্যবস্থা নেই। তবে মেডিক্যাল ব্যবস্থা বা স্ক্যান করানোর ব্যবস্থা রাখার কথাও ভাবছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন-Operation BABY: রাজধানীর বুকে রমরমিয়ে চলছে বাচ্চা বিক্রির কারবার, উঠে এল জি নিউজের স্ট্রিং অপারেশনে
বাঘ-সিংহ-হাতি-কুমির, এক ছাদের তলায় সব্বাই। চিড়িয়াখানার টানে তাই বিদেশ থেকেও ছুটে আসেন বহু অতিথি। গোলটা বেধেছে তাদের নিয়েই। তাই পশু পাখিদের বাঁচাতেই এই সতর্কতা। আগামিদিনে স্ক্যানিং মেশিন বসানোর চিন্তভাবনাও রয়েছে।