Coronavirus: উত্সব শেষে কোভিড নিয়ে বাড়ছে উদ্বেগ, চিন্তায় চিকিত্সক মহল

এরকম এক পরিস্থিতিতে দ্রুত কোভিড আক্রান্তকে চিহ্নিত করতে Rapid Antigen Test-এর ওপর জের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে

Updated By: Oct 18, 2021, 04:42 PM IST
Coronavirus: উত্সব শেষে কোভিড নিয়ে বাড়ছে উদ্বেগ, চিন্তায় চিকিত্সক মহল

নিজস্ব প্রতিবেদন: পুজোর পর রাজ্যে ফের আতঙ্ক বাড়াচ্ছে করোনা সংক্রমণ। রবিবার রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। কলকাতায় মৃত্যু হয়েছে ৪ জনের। রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬২৪ জন। কলকাতায় আক্রান্ত ১৭৯ জন। এনিয়ে আশঙ্কায় চিকিত্স মহল।

পুজোর পর দেখা যাচ্ছে কলকাতায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রবিবার কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। দুদিন আগেও এই সংখ্যা ছিল ১০৪ ও ১১৪। ফলে গ্রাফ যে উপরের দিকে উঠছে তা স্পষ্ট। পুজোয় যেভাবে মানুষজন বাইরে বেরিয়েছেন তাতে ভয় স্বাভাবিকভাবেই বাড়ছে।

কেন সংক্রমণ বাড়ছে? বিশেষজ্ঞদের একাংশের অভিমত, পুজোর কারণে অনেকেই করোনা টেস্ট করাচ্ছিলেন না। পুজো শেষ হতেই টেস্টের সংখ্যা বাড়ছে। স্বাভাবিকভাবেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞদের সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হল কলকাতা। কারণ পুজো।

আরও পড়ুন-Rail Block: লখিমপুর খেরির কৃষক হত্যার প্রতিবাদে জেলায় জেলায় রেল অবরোধ বামেদের

এদিকে, কলকাতার পাশাপাশি উদ্বেগ বাড়ছে কলকাতার পাশাপাশি জেলাগুলিকে নিয়েও। বিশেষজ্ঞরা বলছেন টিকা নিয়েছেন এমন কেউ সংক্রমিত হয়ে থাকলে তাদের অনেকের মধ্য়েই উপসর্গ দেখা যাচ্ছে না। ফলে তাদের থেকে অন্যদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। এখন পুজোয় যারা বাইরের জেলা থেকে কলকাতায় এসেছিলেন তাদের নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। সবে মিলিয়ে কলকাতার পাশাপাশি জেলাগুলিকে নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা পুজোর পর করোনা সংক্রমণ বাড়তে পারে।

আরও পড়ুন-Bangladesh Violence : পুলিস প্রধানদের বদলি, কড়া পদক্ষেপ সরকারের
 
এরকম এক পরিস্থিতিতে দ্রুত কোভিড আক্রান্তকে চিহ্নিত করতে Rapid Antigen Test-এর ওপর জের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে। আইসিএমআর থেকে ৩০ হাজার কিট এসেছে। সেগুলো দ্রুত কলকাতা সংলগ্ন জেলাগুলিতে বণ্টন করার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য ভবন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)