বিরোধী আন্দোলনে বামফ্রন্টের সঙ্গী হতে চায় সিপিআইএমএল (লিবারেশন)
বৃহত্তর বাম আন্দোলন মঞ্চে নকশালপন্থী দল সিপিআইএমএল (লিবারেশন)-এর যুক্ত হওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। বামপন্থী সংগঠনগুলির সঙ্গে একমঞ্চে আসা নিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসুর ও লিবারেশনের নেতা দীপঙ্কর ভট্টাচার্যর মধ্যে একপ্রস্থ কথা হয়েছে।
বৃহত্তর বাম আন্দোলন মঞ্চে নকশালপন্থী দল সিপিআইএমএল (লিবারেশন)-এর যুক্ত হওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। বামপন্থী সংগঠনগুলির সঙ্গে একমঞ্চে আসা নিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসুর ও লিবারেশনের নেতা দীপঙ্কর ভট্টাচার্যর মধ্যে একপ্রস্থ কথা হয়েছে।
বস্তুত, সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডের পর বামফ্রন্ট সরকার বিরোধী আন্দোলনে পথে নেমেছিল সিপিআইএমএল (লিবারেশন)। পরিস্থিতি এখন অনেকটাই বদলে গিয়েছে। বদল হয়েছে রাজ্য সরকারেরও। এই পরিস্থিতিতে বিমানবাবুর এই প্রস্তাব নিয়ে সরাসরি মুখ না খুললেও আন্দোলনের বৃহত্তম মঞ্চ গড়ে তুলতে তাঁদের যে খুব একটা আপত্তি নেই, তা অনেকটাই স্পষ্ট করে দিয়েছেন দীপঙ্করবাবু।
এমনকী এই বৃহত্তর ফ্রন্টে তৃণমূলের সঙ্গে থাকা এসইউসিআইকে নিতেও আপত্তি নেই সিপিআইএমএল লিবারেশন-এর। বামপন্থী সংগঠনগুলির একমঞ্চে আসার প্রক্রিয়া নিঃসন্দেহে তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।