পাঁচ বছরের শিশুর মাথায় বন্দুক ধরে গল্ফগ্রিনে অবাধি ডাকাতি দুষ্কৃতীদের

পাঁচ বছরের শিশুর মাথায় বন্দুক ঠেকিয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। এঘটনা ঘটেছে বুধবার রাতে দক্ষিণ কলকাতার গল্ফ গ্রিনএলাকায়।  বুধবার মাঝরাতে  গল্ফগ্রিনের  অভিজাত এলাকা উদয়শঙ্কর সরণীর একটি বাড়িতে হানা দেয় ডাকাত দল।  বাড়ির মালিক পেশায় চাটার্ড ইঞ্জিনিয়ার। পিছনের গ্রিল কেটে বাড়িতে ঢোকে সাত-আটজন সশস্ত্র দুষ্কৃতী। এরপর অবাধে লুঠপাট চালায় তারা। লুঠ হয়েছে নগদ লক্ষাধিক টাকা ও সোনার গয়না। আজ যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন গৃহকর্তা। এরপরই যাদবপুর থানা ও কলকাতা পুলিসের ডাকাতি দমন শাখার অফিসাররা ওই বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। 

Updated By: Sep 18, 2015, 08:51 PM IST
পাঁচ বছরের শিশুর মাথায় বন্দুক ধরে গল্ফগ্রিনে অবাধি ডাকাতি দুষ্কৃতীদের
Photo is for only for representation

ব্যুরো: পাঁচ বছরের শিশুর মাথায় বন্দুক ঠেকিয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। এঘটনা ঘটেছে বুধবার রাতে দক্ষিণ কলকাতার গল্ফ গ্রিনএলাকায়।  বুধবার মাঝরাতে  গল্ফগ্রিনের  অভিজাত এলাকা উদয়শঙ্কর সরণীর একটি বাড়িতে হানা দেয় ডাকাত দল।  বাড়ির মালিক পেশায় চাটার্ড ইঞ্জিনিয়ার। পিছনের গ্রিল কেটে বাড়িতে ঢোকে সাত-আটজন সশস্ত্র দুষ্কৃতী। এরপর অবাধে লুঠপাট চালায় তারা। লুঠ হয়েছে নগদ লক্ষাধিক টাকা ও সোনার গয়না। আজ যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন গৃহকর্তা। এরপরই যাদবপুর থানা ও কলকাতা পুলিসের ডাকাতি দমন শাখার অফিসাররা ওই বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। 

বুধবারই ভোর তিনটে থেকে চারটের মধ্যে হরিদেবপুরেও একই কায়দায় শিশুর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতি হয়। এর ঠিক আগের সপ্তাহে রিজেন্ট পার্ক এলাকাতেও একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে। পুলিসের অনুমান, তিনটি ডাকাতির ঘটনায় যুক্ত রয়েছে একই দুষ্কৃতী দল। 

.