চুর চুর পরে করবেন আগে পার্টি বাঁচান, মমতার হুঙ্কারের পাল্টা খোঁচা দিলীপের

মমতার হুঙ্কারের পাল্টা দিলেন দিলীপ ঘোষ। 

Updated By: Jun 5, 2019, 08:15 PM IST
চুর চুর পরে করবেন আগে পার্টি বাঁচান, মমতার হুঙ্কারের পাল্টা খোঁচা দিলীপের

নিজস্ব প্রতিবেদন: ইদ উপলক্ষে রেড রোড থেকে বিজেপিকে হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, 'হামসে জো টকরায়েগা চুর চুর হো জায়েগা'। মমতার হুঙ্কারকে পাত্তা দিতে নারাজ দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, আগে দলটা তো বাঁচান।

রেড রোডে ইদের নমাজ শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''যার যত তাড়াতাড়ি উত্থান হয়েছে তার পতনও তত তাড়াতাড়ি হবে। এরা ইভিএম ক্যাপচার করে যত তাড়াতাড়ি সাফল্য পেয়েছে। তত তাড়াতাড়ি বিদায়ও নেবে''। লোকসভা ভোটের ধাক্কা কাটিয়ে কর্মীদের মনোবল বাড়াতে তৃণমূল নেত্রী হুঙ্কার দেন, হামসে জো টকরায়েগা চুর চুর হো জায়েগা'। 

মমতার হুঙ্কারের পাল্টা দিলীপ কটাক্ষ করেন, চুর চুর হো যায়ে গা। আমরা ইঞ্চি ইঞ্চিতে দেখে নেব। এসব বলে ৪২ থেকে ২২-এ নেমে এসেছেন। আগে পার্টি বাঁচান। ইদের অনুষ্ঠানে মমতা রাজনৈতিক ভাষণ দিয়েছেন বলেও অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায়,''ধর্মের জায়গায় রাজনীতি করছেন। রাজনীতির জায়গায় ধর্ম করছেন। ওনার হাতে পরে মুসলিমরা ক্রিমিনাল, গরিব হয়েছেন। এই টিএমসি আর নয়, মুসলিম সমাজ অপবিত্র লোকের হাত থেকে মুক্তি পাক''।   

নিমতায় তৃণমূল নেতা খুনে নাম জড়িয়েছে বিজেপির। তাঁর দলের যোগ অস্বীকার করেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, যিনি মারা গিয়েছেন, যিনি মেরেছেন তিনিও তৃণমূলের লোক। দুবছর আগে খড়্গপুরে মাফিয়া খুনে আমার নামও জড়িয়ে দিয়েছিল। কৃষ্ণনগরে বিধায়ক খুনের পর বলল বিজেপি। ভদ্রেশ্বরের চেয়ারম্যান মারা গেল, তখনও বিজেপিকে দায়ী করেছিল। গণতন্ত্রের সমাধি দিয়েছেন মমতা। নিজের পার্টিতেও গণতন্ত্র নেই। অসফল প্রশাসক উনি।  

আরও পড়ুন- বিজেপিতে যোগদানকারী অঞ্জু ঘোষ কি বিদেশি নাগরিক? কী বলছেন অভিনেত্রী?

.