Narada Scam: ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট ED-র; Suvendu কেন বাদ? প্রশ্ন Kunal-র

বাদ গেলেন না আইপিএস অফিসার SMH মির্জা-ও।

Updated By: Sep 1, 2021, 07:43 PM IST
Narada Scam: ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট ED-র; Suvendu কেন বাদ? প্রশ্ন Kunal-র

নিজস্ব প্রতিবেদন:  নারদকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর জামিন পেয়েছেন রাজ্যের ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রী। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও  শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার চার্জশিট পেশ করল ইডি। বাদ গেলেন না আইপিএস অফিসার SMH মির্জা-ও। সূত্রের খবর, রাাজ্যের দুই মন্ত্রী ও বিধায়ককে বিধানসভার স্পিকারের মাধ্যমে সমন পাঠানো হবে। বাকি দু'জনের বিরুদ্ধে ইতিমধ্য়েই আদালতে সমন জমা পড়েছে।

২০১৬ সালে নারদা স্টিং অপারেশন ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল বঙ্গ রাজনীতিতে। রাতারাতি খবর শিরোনামে উঠে এসেছিলেন ম্যাথু স্যামুয়েল। গোপন ক্যামেরায় ঘুষ নিতে দেখা গিয়েছিল মুকুল রায়, সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আহমেদ, সৌগত রায়, শুভেন্দু অধিকারী, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, ইকবাল আহমেদ, ফিরহাদ হাকিম, পুলিশ আধিকারিক এমএইচ আহমেদ মির্জাকে। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে।

আরও পড়ুন: EC: উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা শীঘ্রই! রাজ্যের কোভিড রিপোর্টে সন্তুষ্ট কমিশন

একুশের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর, মে মাসে আচমকাই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্রকে গ্রেফতার করে সিবিআই। রেহাই পাননি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। খবর পেয়ে সটান নিজাম প্যালেসে হাজির হন মুখ্যমন্ত্রী। স্রেফ তিনি একাই নন, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বহু তৃণমূল সমর্থকও জড়ো হন নিজাম প্যালেসের। তাঁদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর শেষপর্যন্ত শর্তসাপেক্ষের চার অভিযুক্তের জামিনের আবেদন মঞ্জুর করে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। 

আরও পড়ুন: Kolkata: দিল্লির দফতরে হাজিরা দেওয়া সম্ভব নয়, ইডিকে চিঠি অভিষেকের স্ত্রীর

নারদা-চার্জশিটে কী প্রতিক্রিয়া তৃণমূলের? দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জি ২৪ ঘণ্টাকে ফোনে বললেন, 'শুভেন্দু অধিকারীকেও প্রকাশ্যে টাকা নিতে দেখা গিয়েছে। তাঁর বিরুদ্ধে সিবিআই-র এফআইআর রয়েছে। এসব কি ইডি দেখতে পায় না'? তাঁর অভিযোগ, 'প্রমাণ হচ্ছে, ভারতীয় জনতা পার্টি সিবিআই, ইডি-র ভয় দেখিয়ে লোককে দলে টানছে। যাঁদের মেরুদণ্ড নেই, জুতো চাটে, তাঁরা ইডি-র ভয়ে বিজেপিতে নাম লেখাচ্ছেন। শুভেন্দু কেন বাদ যাচ্ছেন'?  বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বললেন,  'এটা তো প্রত্যাশিত ছিল। ৫-৬ বছর কেটে গিয়েছে। আইন আইনের পথে চলবে। সমস্ত দিক দেখেই চার্জশিট দেওয়া হয়েছে। আশা করি, অভিযুক্তরা বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করবেন'।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.