শোভনদেবকে নিগ্রহের ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল

শোভনদেব চট্টোপাধ্যায়কে নিগ্রহের ঘটনায় অস্বস্তি বাড়ল তৃণমূলের। নিগ্রহকাণ্ডে এবার মুখ খুললেন রাজ্যপাল। এই ঘটনায়কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানে এধরনের ঘটনা একেবারেই বাঞ্ছিত নয় বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল এম কে নারায়নণ।

Updated By: Dec 6, 2012, 09:20 PM IST

শোভনদেব চট্টোপাধ্যায়কে নিগ্রহের ঘটনায় অস্বস্তি বাড়ল তৃণমূলের। নিগ্রহকাণ্ডে এবার মুখ খুললেন রাজ্যপাল। এই ঘটনায়কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানে এধরনের ঘটনা একেবারেই বাঞ্ছিত নয় বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল এম কে নারায়নণ। 
শুক্রবার শুরু বিধানসভার অধিবেশন। অপমানিত ও ক্ষুব্ধ শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক এখনও হয়নি। দলের মুখ্য সচেতক হিসাবে বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের ভূমিকা কী হবে তা নিয়ে চলছে জল্পনা। এরই মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায়কে নিগ্রহের ঘটনায় মুখ খুললেন রাজ্যপাল। বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের কাছ থেকে ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন তিনি।  
শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিটি গড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পনেরো দিনের মধ্যে সেই কমিটির রিপোর্ট দেওয়ার কথা। ভবিষ্যতে এই ধরনের ঘটনা আটকাতে কি কি ব্যবস্থা নেওয়া যায়, তদন্ত কমিটিকে সেবিষয়েও সুপারিশও করতে বলা হয়েছে।
 

.