Health: অবশেষে কাটল জট, শূন্যপদে এবার নিয়োগের সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

২০২১-র ফেব্রুয়ারিতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। দেড় বছর ধরে আটকে ছিল কাউন্সেলিং। অবশেষে কাটল  নিয়োগ-জট।

Updated By: Aug 24, 2022, 04:36 PM IST
Health: অবশেষে কাটল জট, শূন্যপদে এবার নিয়োগের সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

মৈত্রেয়ী ভট্টাচার্য: শিয়রে পঞ্চায়েত ভোট। এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় যখন জেল হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়, তখন শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দফতর। তাও আবার বিজ্ঞপ্তি জারি হওয়ার দেড় বছর পর! জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার বা ডিডিএমও পদে এবার কাউন্সেলিং শুরু হবে। সূত্রের খবর তেমনই।

রাজ্যে শিক্ষক নিয়োগে 'দুর্নীতি'। মামলা চলছে হাইকোর্টে। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ ৫০ কোটি টাকা। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঠিকানা এখন প্রেসিডেন্সি সংশোধানাগার। শুধু তাই নয়, নিয়োগে দুর্নীতির অভিযোগে শিক্ষা দফতরের তৎকালীন প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়েকে চাকরি থেক বরখাস্ত করেছে হাইকোর্ট।

আরও পড়ুন: West Bengal Primary Board: ঢেলে সাজানো হল প্রাথমিক শিক্ষা পর্যদ, মানিকের জায়গায় সভাপতি পদে গৌতম পাল

জানা গিয়েছে, ২০২১ সালে ফ্রেরুয়ারিতে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার বা জিডিএমও পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য ভবন। শূন্যপদের সংখ্যা ১১০২। এমনকী, পরীক্ষার পর সফল কর্মপ্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়। কিন্তু নানা কারণে আটকে ছিল কাউন্সেলিং। অবশেষে জট কাটল। এর আগে, এপ্রিল আচমকাই রদবদল ঘটে স্বাস্থ্য় দফতরে। স্বাস্থ্য় ভবন থেকে উত্তরকন্যায় বদলি হয়ে যান খোদ তৎকালীন স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। শিলিগুড়ির অফিসার অন স্পেশাল ডিউটি পদে নিয়োগ করা হল তাঁকে। নয়া স্বাস্থ্য অধিকর্তা হন সিদ্ধার্থ নিয়োগী।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.