দেড় ঘণ্টায় রেকর্ড বৃষ্টি, শহরের রাস্তা ফের পুকুর,বিধানসভা চত্বরে জল

দেড় ঘণ্টায় রেকর্ড বৃষ্টি। ফের নাকাল শহর। যানজটের দুর্ভোগে যাত্রীরা। তবে এই বৃষ্টি নিম্নচাপের বৃষ্টি নয় বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলেই  বৃষ্টি। দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টিতে ফের জলমগ্ন শহরের বেশকিছু অঞ্চল। ধর্মতলা -ইডেন গার্ডেন চত্বর, মেয়োরোডে জল জমেছে। সমস্যা বাড়িয়েছে গঙ্গায় ভরা কোটাল।

Updated By: Aug 5, 2015, 04:27 PM IST
দেড় ঘণ্টায় রেকর্ড বৃষ্টি, শহরের রাস্তা ফের পুকুর,বিধানসভা চত্বরে জল

ওয়েব ডেস্ক: দেড় ঘণ্টায় রেকর্ড বৃষ্টি। ফের নাকাল শহর। যানজটের দুর্ভোগে যাত্রীরা। তবে এই বৃষ্টি নিম্নচাপের বৃষ্টি নয় বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলেই  বৃষ্টি। দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টিতে ফের জলমগ্ন শহরের বেশকিছু অঞ্চল। ধর্মতলা -ইডেন গার্ডেন চত্বর, মেয়োরোডে জল জমেছে। সমস্যা বাড়িয়েছে গঙ্গায় ভরা কোটাল।

বিকেল চারটে নাগাদ কোটালের জলে টইটম্বুর গঙ্গা। নিকাশির জল গঙ্গায় পড়তে না পেরে ফের জলমগ্ন রাসবিহারী, কালীঘাট সহ দক্ষিণ কলকাতার বেশকিছু এলাকা।

দিকে, ঘণ্টাখানেকের বৃষ্টিতে ফের নাকাল শহর। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হল বিধানসভা চত্বর। বিধানসভা চত্বরে হাঁটুজল জমায় আরও একবার প্রশ্নের মুখে শহরের নিকাশি ব্যবস্থা।

.