কীভাবে কার্যকর করা যেতে পারে জাতীয় শিক্ষানীতি? শিক্ষক, অধ্যক্ষদের কাছে চাওয়া হল মতামত

সব রাজ্যের শিক্ষা সচিবের কাছে চিঠি পাঠাল শিক্ষা দফতর।

Reported By: শ্রেয়সী গঙ্গোপাধ্যায় | Updated By: Aug 23, 2020, 11:14 AM IST
কীভাবে কার্যকর করা যেতে পারে জাতীয় শিক্ষানীতি? শিক্ষক, অধ্যক্ষদের কাছে চাওয়া হল মতামত
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  জাতীয় শিক্ষানীতি (ন্যাশনাল এডুকেশন পলিসি, NEP) কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে শিক্ষক, প্রিন্সিপ্যালদের মতামত চাওয়া হল। সব রাজ্যের শিক্ষা সচিবের কাছে চিঠি পাঠাল শিক্ষা দফতর।

আগে ১০+২ শিক্ষাব্যবস্থার কাঠামোর আওতাভুক্ত ছিল দেশ। এবার সেই কাঠামো পরিবর্তন হয়ে হল ৫+৩+৩+৪।

শিক্ষানীতিতে বদল

আগের শিক্ষাব্যবস্থার সঙ্গে ৩টি বছর যোগ দেওয়া হয়েছে। পাঠদানের পদ্ধতি, পাঠক্রমের ঘরানায় আমূল পরিবর্তন এসেছে।
আগে কলা, বাণিজ্য, বিজ্ঞান- এই তিন ভাগে একাদশ, দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করানো হত। এখন তা পাল্টে যাচ্ছে। কোনও কলা বিভাগের ছাত্র ভালোবেসে রসায়ন পড়তে পারবে আবার কোনও রসায়নের ছাত্র ফ্যাশন টেকনোলজিকেও নিজের বিষয় হিসাবে বেছে নিতে পারবে।

পড়াশোনার মাঝে ছেদ পড়লেও, ফের নতুন করে সেখান থেকে শুরু করা যাবে

মাল্টিপল এন্ট্রি ও এক্সিট সিস্টেম অনুযায়ী, কেউ উচ্চশিক্ষাস্তরে যদি কোনও কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়, তাহলে সেই জায়গা থেকে আবার সে পড়াশোনা পড়ে শুরু করতে পারে।

অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট

পড়ুয়াদের জন্য তৈরি হবে অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট। শুরু হবে ৫ বছরের ইন্টিগ্রেটেড স্নাতক ও স্নাতকোত্তর স্তর।

এম ফিল উঠে যাচ্ছে

পাশাপাশি উঠিয়ে দেওয়া হচ্ছে এম ফিল। গবেষণায় ইচ্ছুক পড়ুয়ারা চার বছরের ডিগ্রি কোর্স পড়তে পারবে।

বিদেশি প্রতিষ্ঠানের ক্যাম্পাস

ভারতে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানগুলি ক্যাম্প তৈরি করতে পারবে।

 

.