সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হচ্ছে মহরম
আজ মহরম। সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। সকাল থেকে তাজিয়া মিছিল বের হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। গোটা বিশ্বে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে এই দিনটি একদিকে যেমন শোকের, অন্যদিকে অন্যায়-ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট হওয়ার, রুখে দাঁড়ানোর।
ওয়েব ডেস্ক: আজ মহরম। সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। সকাল থেকে তাজিয়া মিছিল বের হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। গোটা বিশ্বে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে এই দিনটি একদিকে যেমন শোকের, অন্যদিকে অন্যায়-ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট হওয়ার, রুখে দাঁড়ানোর।
হিজরি ৬১ সনের এই দিনে ইসলাম ধর্মের শেষ নবী হজরত মহম্মদের দৌহিত্র হজরত ইমাম হাসান, ইয়াজিদ বাহিনীর চক্রান্তে কারবালায় নিষ্ঠুরভাবে খুন হন। খুন হয় তাঁর পরিবার এবং অনুগামীরাও। সেই দিনের স্মরণেই বিশ্বজুড়ে পালন করা হয় মহরম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাসে পালিত হয় মহরম। মহরমের দশম দিনে শোকপালন করেন শিয়া সম্প্রদায়।