ফের রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

ফের রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়! কী কারণ? নিজে মুখেই জানালেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। এর আগেও মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Updated By: Dec 14, 2022, 12:32 PM IST
ফের রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

অর্ণবাংশু নিয়োগী: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মুখে ফের রাজ্য সরকারের প্রশংসা। সাফ বললেন, 'শিক্ষা পর্ষদ যদি ভালো কাজ করে, তার প্রশংশা আমি করবই। সরকারের যদি সঠিক ভূমিকা থাকে, তবে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করব। আবার যদি দেখি শিক্ষা পর্ষদ কোনও ভুল কাজ করছে, তবে তার সমালোচনাও আমি করব। এর পিছনে অন্য কোনও কারণ নেই।" প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলাকালীন এই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এর আগে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেছিলেন, ভালো কাজ করছেন মুখ্যমন্ত্রী। সরকারি আইনজীবীকে উদ্দেশ করে একথা বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলার শুনানির শেষে হালকা মেজাজে ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মজার ছলে হেসে হেসে ব্যাখ্য়া দেন তাঁর করা 'ধেঁড়ে ইঁদুর' মন্তব্যের। বলেন, 'সেদিন ধেঁড়ে ইঁদুর বলেছি সুব্রতদার সঙ্গে কথা প্রসঙ্গে। উনি বুঝেছিলেন কেন বলেছি। এই পরিবেশে সেটায় অন্য মাত্রা যোগ হয়েছে।'

এরপরই কুণাল ঘোষের কথার প্রসঙ্গ টেনে পর্ষদের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, 'কুণাল ঘোষের কথা আমি খুব এনজয় করি। রোজ কিছু না কিছু বলেন। তবে আমি কোনও অতিরিক্ত মন্তব্য করব না। কারণ কথার মানে অন্যরকম হয়ে যাচ্ছে। আমি তো বলেছি, ঢাকি বিসর্জন দিয়ে দেব। ওরা আমাকে বলতে বাধ্য করে।' আর শেষে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশংসা করে তাঁর মন্তব্য, 'চন্দ্রিমাদিকে বলে দেবেন, আর কোনও মন্তব্য করব না। আমি কেন খারাপ কথা বলব? মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন।' 

প্রসঙ্গত, এসএসসি-তে ভুয়ো সুপারিশ প্রাপ্তের তালিকার বিষয়ে বলতে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় মন্তব্য করেছিলেন, 'ধেড়ে ইঁদুর বেরোবে'। ওইসব ভুয়ো শিক্ষকের কতজন, কেন স্কুলে কর্মরত রয়েছে, তাঁদের নামও জেলা স্কুল পরির্দশকদের জানানোর জন্য কমিশনকে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। গাজিয়াবাদ ও কমিশনের দফতর থেকে বাজেয়াপ্ত হওয়া হার্ড ডিস্কে যে ওএমআর শিট পাওয়া গিয়েছে, তা খতিয়ে দেখার কথা বলেন সিবিআইকে। তারপরই স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশে বিচারপতি বলেন, 'ভয় পাবেন না। অনেক ধেড়ে ইঁদুর বেরবে।'

আরও পড়ুন, 'মর্নিং ওয়াকে গিয়ে মন্তব্য করি না', বেনামে দিলীপকেই আক্রমণ শুভেন্দুর!

বিজেপির ডিসেম্বর ধামাকায় কী হতে পারে তৃণমূলের? সাফ জবাব দিলেন পার্থ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.