এবার মহাকরণে মুখ্যমন্ত্রীর `চক্রান্ত` তত্ত্ব

কাটোয়ার ঘটনাকে ফের `মিথ্যে ঘটনা সাজিয়ে অপপ্রচার` বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে ডিজি নপরাজিত মুখোপাধ্যায়ের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী একথা বলেন।

Updated By: Feb 28, 2012, 05:32 PM IST

কাটোয়ার ঘটনাকে ফের `মিথ্যে ঘটনা সাজিয়ে অপপ্রচার` বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে ডিজি নপরাজিত মুখোপাধ্যায়ের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী একথা বলেন।
পার্ক স্ট্রিট কাণ্ডের পর এবার কাটোয়ার ধর্ষণকাণ্ডেও চক্রান্তের অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী। সোমবারেই মহাকরণ থেকে বেরোনর সময় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, সবটাই সিপিআইএমের চক্রান্ত।প্রাথমিক মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন।
এবার সরাসরি সাংবাদিক বৈঠকে কাটোয়ার ঘটনাতেও বিরোধী সিপিআইএমকেই কাঠগড়ায় দাঁড় করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের প্রমাণ না-পাওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর এই অভিযোগের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।
মুখ্যমন্ত্রী ধর্ষণের অভিযোগ উড়িয়ে দিলেও কাটোয়ায় ট্রেন ডাকাতি ও ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিস। রবিবার গভীর রাতে কেতুগ্রাম এবং কাটোয়া থানার পুলিস যৌথ উদ্যোগে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে। সোমবার তাদের রেলপুলিসের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের সাতদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধর্ষিতা মহিলার গোপন জবানবন্দির জন্যও আদালতে আবেদন জানিয়েছে পুলিস।

.