Kolkata: লখিমপুরকাণ্ডের নিন্দায় সরব সব্যসাচী! বিজেপি ছাড়ার ইঙ্গিত?
লখিমপুর খিরি কাণ্ডে বিজেপির নিন্দায় সরব হলেন এই নেতা।
নিজস্ব প্রতিবেদন: বেসুরো সব্যসাচী দত্ত। লখিমপুর খিরি কাণ্ডে বিজেপির নিন্দায় সরব হলেন এই নেতা। তিনি বলছেন, ''কার গাড়ি সেটা বড় কথা নয়,যে ঘটনা ভাইরাল হয়েছে টিভিতে খুব দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। যে বা যারাই এটা করে থাকুক তাদের কঠোর থেকে কঠোরও তম শাস্তি এবং তাদের একটাই শাস্তি হওয়া উচিত ফাঁসি। দিলীপকেও নিশানা করেছেন সব্যসাচী দত্ত।''
দিলীপ ঘোষকে কটাক্ষ করে বিজেপি নেতা বলেন, ''এ বিষয়ে কমেন্ট করার আমার কোনও ভাষা নেই। কৃষকদের এই ভাবে পিষে মারা হয়েছে সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক। তারপরে এই ধরণের মন্তব্য যদি কেউ করে তাহলে সেটা তার চিন্তা ভাবনা, তার অভিপ্রায়। আমি তার সম্বন্ধে কী বলবো। তিনি মানুষকে পিষে মারাটা যদি সমর্থন করেন তাহলে বলতে পারবো না।''
আরও পড়ুন, CM Oath Taking: নজিরবিহীন ভাবে বিধায়কের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল নিজেই
তৃণমূল সর্বনাশ করতে উত্তরপ্রদেশ গিয়েছে তৃণমূল, দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই তীব্র নিন্দা করেছেন সব্যসাচী। এ বিষয়ে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, ''লখিমপুরের ঘটনায় কেউ কখনও সমর্থন করেনি। তবে সব্যসাচী বাবুকে এত সুর চড়িয়ে বিরোধিতা করতে কে বলেছে? লখিমপুর অনেক দূরের ঘটনা। দিলীপবাবু ন্যায্য কথা বলেছেন। যারা ওখানকার কিছু বোঝেন না তারা ওখানে জলঘোলা করতে গিয়েছেন। তবে তিনি বেসুরো হচ্ছে কি না বলতে পারব না।''
প্রসঙ্গত, সম্প্রতি দুর্গাপুজো নিয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপি নেতা সব্যসাচী দত্ত জানিয়েছিলেন, গত বছর ভোট ছিল। তাই পুজো হয়েছে। এবারে ভোটও নেই। আর পুজোও নেই। ভোটের পর বিজেপি শিবির থেকে যেভাবে পদত্যাগ হচ্ছে তা দেখে সব্য়সাচীর বেসুরো হওয়া আশ্চর্যের কিছু নয় । উল্লেখ্য, মুকুল রায় বিজেপি ছাড়ার পর থেকেই আশঙ্কা ছিল যে কোনও মুহূর্তে তৃণমূলে ফিরতে পারেন সব্যসাচী দত্ত।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)