কৌশিক সেনকে হুমকি এসএমএস, নাট্যকার সুমন মুখোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর জন্য হুমকি, অভিযোগ কৌশিকের
নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন হুমকি এসএমএস পেলেন। কৌশিক সেনের ধারণা, নাট্যকার সুমন মুখোপাধ্যায়ের হেনস্থার ঘটনা নিয়ে মুখ খোলাতেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাঁর নাটকে বাধা দেওয়ার চেষ্টারও অভিযোগ করেছেন কৌশিক। অভিযোগ, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে কৌশিক সেনের নাট্যদল স্বপ্নসন্ধানীর নাট্য উত্সবের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। নাট্য উত্সব চলাকালীন পোস্টার ছিঁড়ে দেওয়ার ঘটনায় রীতিমতো হতবাক নাট্য জগত।
নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন হুমকি এসএমএস পেলেন। কৌশিক সেনের ধারণা, নাট্যকার সুমন মুখোপাধ্যায়ের হেনস্থার ঘটনা নিয়ে মুখ খোলাতেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাঁর নাটকে বাধা দেওয়ার চেষ্টারও অভিযোগ করেছেন কৌশিক। অভিযোগ, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে কৌশিক সেনের নাট্যদল স্বপ্নসন্ধানীর নাট্য উত্সবের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। নাট্য উত্সব চলাকালীন পোস্টার ছিঁড়ে দেওয়ার ঘটনায় রীতিমতো হতবাক নাট্য জগত।
নির্দিষ্ট কোনও অভিযোগ ছাড়াই নাট্যকার সুমন মুখোপাধ্যায় ২৩ ঘণ্টা ধরে আটক করে জেরা করল পুলিস। তৈরি করা হল অ্যারেস্ট মেমোও। কিন্তু শেষপর্যন্ত গ্রেফতার না করেই ছেড়ে দেওয়া হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। কিন্তু কোন অভিযোগের ভিত্তিতে মামলা করল পুলিস? সূত্রে খবর নাট্যাকারের বিরুদ্ধে সুইসোটেল কর্তৃপক্ষের সঙ্গে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও হোটেলের সম্পত্তির ক্ষতি করার অভিযোগ রয়েছে। কিন্তু, সুইসোটেল কর্তৃপক্ষ নাকি কোনও অভিযোগই দায়ের করেনি। তবে কে দায়ের করল অভিযোগ?
সুমন মুখোপাধ্যায়কে আটক করে প্রথমে নিয়ে যাওয়া হয় বিধাননগর সাউথ থানায়। সেখান থেকে বিধাননগর কমিশনারেট ও শেষে দুপুর রাজারহাট থানা। সেখানেই টানা ২৩ ঘণ্টা ধরে জেরা করা হয় তাঁকে। বিধাননগর মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষাও হয় তাঁর। সাধারণ এই ধরণের পরীক্ষা কোনও অভিযুক্তকে আদালতে তোলার আগে করা হয়ে থাকে। কিন্তু সুমন মুখোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করা হল কেন?
নির্দিষ্ট কোনও অভিযোগ ছাড়াই ২৩ ঘণ্টা ধরে জেরা, অ্যারেস্ট মেমো তৈরির পরও গ্রেফতার না করা, শারীরিক পরীক্ষা-পুরো ঘটনাতেই উঠে আসছে বিভিন্ন প্রশ্ন। তবে কি ব্যক্তিগত কোনও আক্রোশ থেকেই এই হেনস্থা?