দোষীদের গ্রেফতার করতে বলুন, আচ্ছন্ন কুণালের এক গোঁ

সারদা কেলেঙ্কারিতে প্রকৃত দোষীদের ধরা হচ্ছে না। ফের অভিযোগ করলেন, তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ। প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে আত্মহত্যার চেষ্টা করেন সাসপেন্ডেড তৃণমূল সাংসদ।

Updated By: Nov 15, 2014, 12:20 PM IST
 দোষীদের গ্রেফতার করতে বলুন, আচ্ছন্ন কুণালের এক গোঁ

কলকাতা: সারদা কেলেঙ্কারিতে প্রকৃত দোষীদের ধরা হচ্ছে না। ফের অভিযোগ করলেন, তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ। প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে আত্মহত্যার চেষ্টা করেন সাসপেন্ডেড তৃণমূল সাংসদ।

পরীক্ষা করতে নিয়ে যাওয়ার সময় কুণাল ঘোষ বলেন, ""যারা দোষী তাঁদের গ্রেফতার করতে বলুন। তাঁরা ঘুরে বেরাচ্ছেন।''

আপাতত SSKM হাসপাতালে চিকিত্‍সাধীন তিনি। আজ সকালে SSKM থেকে বাঙ্গুর নিউরো সায়েন্সে EEG করার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, কুণাল ঘোষকে আজই ছেড়ে দেওয়া হচ্ছে না। সমস্ত শারীরিক পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখা কুণাল ঘোষকে নিয়ে সিদ্ধান্ত নেবে মেডিক্যাল বোর্ড।

 

.