আজ মহলয়া, দেবীপক্ষের সূচণা
পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ হল মহালয়া. মঙ্গলবার সকাল থেকে পিতৃতর্পণ করতে গঙ্গার ঘাটে ভিড় করেছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে ভিআইপিরা. তর্পণের জন্য গঙ্গার পাড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল.
পিতৃপুরুষকে স্মরণ করে জলদান করতে মঙ্গলবার দিন সকালে গঙ্গার ঘাটে এসেছিলেন শ’য়ে শ’য়ে মানুষ. পূর্বপুরুষকে নিজেদের শ্রদ্ধা জানিয়ে আশির্বাদ চেয়ে নেন তাঁদের বংশধরেরা.
শুধুমাত্র সাধারণ মানুষই নন, ব্যস্ত কর্মজীবন থেকে সময় বের নিয়ে তর্পণ করতে সকালে গঙ্গার ঘাটে গিয়েছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও.
তর্পণের জন্য গঙ্গার পাড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল. নৌকায় করে অনবরত টহল দিয়েছিল জল পুলিশ. পাশাপাশি গঙ্গার ঘাটেও ছিল পুলিশি প্রহরার ব্যবস্থা. তবে এদিন জোয়ারের টান বেশি থাকায় স্নান করার সময় গঙ্গায় বেশিদূর যেতে দেওয়া হয়নি সাধারণ মানুষকে.
প্রতি বছরের মতো রীতি মেনে পিতৃপুরুষকে জলদানের মধ্যে দিয়েই দেবীপক্ষের আগমনের প্রতীক্ষা শুরু হয়ে গেল আজ থেকে.