Mamata Banerjee: 'টাকা নিচ্ছে, পেনশন নিচ্ছে,আরও চাই'! ডিএ আন্দোলনকারীদের তোপ মমতার

ফের বামেদের বিরুদ্ধে চিরকট-আক্রমণ। ডিএ মঞ্চে চিরকুটে চাকরি পাওয়ারা। জনগণের টাকায় কেন পেনডাউন? তোপ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, 'হাতে গোনা কয়েকজন লোক পেনডাউন করছে। যারা বসে আছে তারা চিরকুটে চাকরি পেয়েছে। জনগণের টাকা দিয়ে পেনডাউন হচ্ছে। তিন পাতার তালিকা আছে আমাদের কাছে। সব ফাইল খুঁজে রাখতে বলেছি। 

Updated By: Mar 30, 2023, 03:47 PM IST
Mamata Banerjee: 'টাকা নিচ্ছে, পেনশন নিচ্ছে,আরও চাই'! ডিএ আন্দোলনকারীদের তোপ মমতার
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনগণের টাকায় কেন পেনডাউন? এদিন ধরনা মঞ্চ থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বলেন, 'হাতে গোনা কয়েকজন লোক পেনডাউন করছে। যারা বসে আছে তারা চিরকুটে চাকরি পেয়েছে। জনগণের টাকা দিয়ে পেনডাউন হচ্ছে। তিন পাতার তালিকা আছে আমাদের কাছে। সব ফাইল খুঁজে রাখতে বলেছি। টাকা নিচ্ছে, পেনশন নিচ্ছে আরও চাই। এত সমস্যা থাকা সত্ত্বেও রাজ্যে ১০৬ শতাংশ ডিএ দিয়েছি, ষষ্ঠ পে কমিশন করে সমস্ত এরিয়ারের টাকা দিয়েছি।'  এদিন ফের বামেদের বিরুদ্ধে 'চিরকুট' আক্রমণ মমতার। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ডিএ মঞ্চে চিরকুটে চাকরি পাওয়ারা। অধিকাংশেরই বাম জমানায় চিরকুটে চাকরি হয়েছে।

আরও পড়ুন, Kuntal Ghosh: 'জোর করে নেতাদের নাম বলানোর চেষ্টা করছে এজেন্সি', বিস্ফোরক দাবি কুন্তলের

ফের এজেন্সি তোপ মমতার। বিজেপির বিরুদ্ধে বললেই জেলে পাঠাচ্ছে। সিবিআইকে পাঠিয়ে দিচ্ছে। বিজেপি জমিদারদের মতো আচরণ করছে। সাংসদ থেকে বের করে দিচ্ছে। দেড় বছরে ১৬০টি কেন্দ্রীয় দল এসেছে। কটাক্ষ করে তৃণমূলনেত্রী বলেন, সবাই দুর্নীতিগ্রস্ত, বিজেপি একমাত্রা সাদা। মমতার দাবি, বঞ্চনার শিকার বাংলা। রাজ্যের সব টাকা আটকে দিয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেও লাভ হয়নি। রেড রোডের ধরনা মঞ্চ থেকে তোপ মুখ্যমন্ত্রীর। ১০০ দিনের কাজে ৫ বার প্রথম। তাও কাজ করিয়ে গরিবদের টাকা দেয়নি। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলা হচ্ছে। আমাদের ট্যাক্স নিয়ে যাচ্ছে টাকা দিচ্ছে না। ৬৩ প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে।

মোদী সরকারকে নিশানা মমতার বলেন, ৩ বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। সৌজন্য দেখিয়ে প্রধনমন্ত্রীকে বলেছি। আমার দলের সাংসদরা বলেছে। আমাদের প্রাপ্য দেওয়া হচ্ছে না। মন্ত্রীদের পাঠিয়েছি, চিঠি দিয়েছি। বাংলার বরাদ্দ বন্ধ। এইভাবে ২ বছর কেটে গিয়েছে। আদানিদের জন্য এলআইসি বেচে দিয়েছে। অন্যদিকে, ডিএ আন্দোলনকারীদের নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ফের কর্মবিরতিতে যৌথমঞ্চ। আগামী সপ্তাহে একদিনের কর্মবিরতির ডাক দিয়েছে তারা। দিতেই হবে বকেয়া DA। অনড় আন্দোলনকারীরা। 

আরও পড়ুন, Tiljala Minor Girl Murder case: তিলজলাকাণ্ডের পর বাড়ল পুলিসি তৎপরতা, থানায় থানায় নয়া নির্দেশিকা লালবাজারের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.