দু'কোটি ও পেট্রোল পাম্প দিয়ে বিধায়ক কিনছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ মমতার
মতার সাবধানবাণী, এগুলো করলে মানুষের কাছে বিচ্ছিন্ন হয়ে যাবে।
নিজস্ব প্রতিবেদন: দু'কোটি টাকা ও পেট্রোল পাম্পের লোভ দেখিয়ে বিধায়ক কেনার চেষ্টা করছে বিজেপি। একুশে জুলাইয়ের সভা থেকে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলবদলের রাজনীতি মানুষ সমর্থন করে না বলেও দলের জনপ্রতিনিধিদের সাবধান করেন তৃণমূল নেত্রী।
মমতা দাবি করেন, একই লোককে রোজ দেখাচ্ছে। ফিল্মের সবাই বসে আছেন। একজন মহিলা অঞ্জনাদেবী কবার জয়েন করেছেন? আমি তো দেখেছি আগেই জয়েন করেছে। সত্যের ওখানে প্রচার করে গিয়েছিল। কী অবস্থা লজ্জাও নেই। লোক না থাকে ধার চা না। কখনও সিপিএম, কখনও কংগ্রেসের থেকে ধার নিচ্ছে। বাড়ির সামনে প্যান্ডেল করে রেখে দিয়েছে। দুজন গেলেই চার হাজার দেখাচ্ছে। গ্রামসভাকে বলছে, ২০ লক্ষ দেব।
এরপরই অরূপ বিশ্বাসকে দেখিয়ে মমতা বলেন,'ও তো ছিল। একটা এমএলএ এসেছিল। বললাম, তুমি তো চলে গিয়েছিল। তখন ও জানাল, ২ কোটি টাকা ও পেট্রোল পাম্প দিতে চেয়েছিল। বললাম, বার্গেনিং চলছে নাকি! দুয়ের বদলে ৮?'
মমতার সাবধানবাণী, এগুলো করলে মানুষের কাছে বিচ্ছিন্ন হয়ে যাবে। টাকা নিয়ে রাজনীতি করার জায়গা না। কাজকে মানুষ চিরকাল স্মরণ করে।
আরও পড়ুন- চারটে করে ডিম খাইয়েও ডিম নষ্ট হয়েছে, বলতে পারতেন লোক পাঠাতাম: দিলীপ