বাড়ির কাছের স্কুলে বদলি শিক্ষকদের, 'উৎসশ্রী' চালু করছেন Mamata

শিক্ষা সব কিছু উৎস। তাই প্রকল্পের নাম উৎসশ্রী দেওয়া হয়েছে বলে জানান মমতা (Mamata Banerjee)। 

Updated By: Jul 22, 2021, 06:40 PM IST
বাড়ির কাছের স্কুলে বদলি শিক্ষকদের, 'উৎসশ্রী' চালু করছেন Mamata

নিজস্ব প্রতিবেদন: শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে সরল করতে অনলাইন পোর্টাল সূচনা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার তিনি বলেন,'শিক্ষকদের জন্য চালু হচ্ছে উৎসশ্রী প্রকল্প। জেলায় বা বাড়ির কাছাকাছি যাঁরা বদলি চান তাঁদের জন্য এটা।'

শিক্ষা সব কিছু উৎস। এবং শ্রীবৃদ্ধি করে। তাই প্রকল্পের নাম 'উৎসশ্রী' দেওয়া হয়েছে বলে জানান মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'এখন একটা জেলায় ১০ জন আছেন। ১০ জনের তো আর বদলি সম্ভব নয়। এটা অ্যাডজাস্ট-রিঅ্যাডজাস্ট করতে হবে। আগেই বলেছিলাম শিক্ষকদের যাতে বেশি দূর যেতে না হয়। যতটা সম্ভব তাঁদের কাছাকাছি স্কুলে বদলি করা যায়। এজন্য একটা পোর্টাল হচ্ছে। শিক্ষকরা আবেদন করতে পারবেন। সেটা দেখে পদক্ষেপ করবে শিক্ষা দফতর।'

রাজ্যে শিক্ষকদের বদলি নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল টানাপোড়েন। সেই টানাপোড়েনের অবসান করতে গতবছর অনলাইন পোর্টাল তৈরি করে রাজ্য সরকার। ফলে বদলির প্রক্রিয়া আরও সরলীকরণ হয়। নতুন করে রাজ্য সরকার 'উৎসশ্রী' তা আরও শিক্ষক-হিতৈষী হতে চলেছে বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন- রাজ্যে বালি লুঠ রুখতে কড়া Mamata, আনলেন স্যান্ড মাইনিং নীতি
 

.