কালি লাগানো আমাদের সংস্কৃতি নয় : মমতা
"কেন এঘটনায় তৃণমূলকে দোষারোপ করা হচ্ছে?"
নিজস্ব প্রতিবেদন : কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদের মূর্তির গায়ে কালি লাগানোর ঘটনার কড়া নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নারীদিবসের মঞ্চ থেকে মূর্তি ভাঙার ঘটনার নিন্দা করেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, "মূর্তির গায়ে কালি লাগানো আমাদের সংস্কৃতি নয়।" একইসঙ্গে এই ঘটনার পিছনে মাও যোগের অভিযোগ করেন তিনি। বলেন, "কয়েকজন মাওবাদী যুবক গুন্ডামি করেছে।"
আরও পড়ুন, বাদ বুদ্ধ, থেকে গেলেন গৌতম
বুধবার কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি কালি লেপে দেয় কয়েকজন যুবক। একইসঙ্গে ভাঙা হয় মূর্তির চোখ, নাকও। এদিন সেই ঘটনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "যাঁরাই একাজ করেছে, তাঁরা ক্ষমার অযোগ্য। এঘটনা নিন্দনীয়।"
পাশাপাশি এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে কোনও যোগ নেই। তা স্পষ্ট ভাষায় আজ সাফ জানান মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশ্ন তোলেন, "কেন এঘটনায় তৃণমূলকে দোষারোপ করা হচ্ছে?"
We will not accept what has been done to Syama Prasad Mukherjee's statue, but why blame TMC for it?: West Bengal CM Mamata Banerjee in Kolkata pic.twitter.com/ocjrEHAONX
— ANI (@ANI) March 8, 2018
আরও পড়ুন, দুগ্ধাভিষেক ঘিরে ধুন্ধুমার, কেওড়াতলা মহাশ্মশানে বিজেপি-তৃণমূলের সংঘর্ষ
শুধু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙা নয়, এদিন ত্রিপুরায় লেনিন মূর্তি ভাঙারও কড়া নিন্দা করেন মুখ্যমন্ত্রী।
You do your work and let me do mine. Those who have done this they should be condemned. Those who have done this are not the pride of Bengal. I also condemn what has happened to Lenin's statue in Tripura: West Bengal CM Mamata Banerjee in Kolkata pic.twitter.com/NgaXdfdKEM
— ANI (@ANI) March 8, 2018