Mamata ignores Mukul: 'ছোট ব্যাপার, ইগনোর করা ভালো,' মুকুল প্রসঙ্গে মমতা

Mamata Banerjee, Mukul Roy: মমতা এও বলেন যে, 'হয়তো কেউ তাঁকে হুমকি দিয়েছিল, জোর দিয়েছিল!' সেইসঙ্গে মুকুল রায় বিজেপির বিধায়ক বলেও শিলমোহর দেন মমতা। বলেন, 'কিন্তু ও তো বিজেপিরই বিধায়ক।'

Updated By: Apr 19, 2023, 04:12 PM IST
Mamata ignores Mukul: 'ছোট ব্যাপার, ইগনোর করা ভালো,' মুকুল প্রসঙ্গে মমতা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুকুল রায় দিল্লি যাবে, না বম্বে যাবে, তাঁর ব্যাপার। তাঁর ছেলে নিখোঁজ ডায়েরি করেছে। প্রশাসনের দেখা উচিত। নবান্নে সাংবাদিক বৈঠকে মুকুল রায়ের 'নিখোঁজ' প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, 'কে দিল্লি যাবে, না বম্বে যাবে, না পাঞ্জাব যাবে, সেটা একদমই তাঁর নিজস্ব অধিকার। উনি তো বিজেপিতে মিলে আছেন। ওনার ছেলে একটা মিসিং ডায়েরি করেছে। এখন কেউ যদি ডায়েরি করে যে আমার বাবা মিসিং, এজেন্সি ধরে নিয়ে গিয়েছে, তাহলে প্রশাসনের যা কাজ, তদন্ত করে দেখা, সত্যিই মিসিং কিনা, সে ভালো আছে কিনা, তাঁকে উদ্ধার করা। সেসব প্রশাসন প্রশাসনের মতো করবে। এটা একদমই তাঁদের ব্যক্তিগত পছন্দ।'

পাশাপাশি, মমতা এও বলেন যে, 'হয়তো কেউ তাঁকে হুমকি দিয়েছিল, জোর দিয়েছিল!' সেইসঙ্গে মুকুল রায় বিজেপির বিধায়ক বলেও শিলমোহর দেন মমতা। বলেন, 'কিন্তু ও তো বিজেপিরই বিধায়ক।' প্রসঙ্গত, মুকুল রায় এদিন দাবি করেছেন, তিনি কখনও তৃণমূলে যোগদান করেননি বলে! যে মন্তব্যে প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দিতে বা পালটা কোনও মন্তব্য করতে রাজি হননি মুখ্যমন্ত্রী। বরং উপেক্ষার সুরে তাঁকে বলতে শোনা যায়, 'এটা খুব স্মল ম্যাটার, সো উই ডোন্ট কেয়ার। বেটার টু ইগনোর।' অর্থাৎ যার তর্জমা করলে দাঁড়ায়, মুকুল খুব ছোট ব্যাপার। অত পাত্তা দেওয়ার দরকার নেই। উপেক্ষা করুন। 

প্রসঙ্গত, 'ছেলের সঙ্গে ঝগড়া হয়েছে বলে দিল্লি চলে এসেছি। কাউকে বলে আসিনি। দিল্লি অনেক নিরাপদ জায়গা। আমি এখন কটা দিন দিল্লিতেই থাকব। রাজনীতির কাজের জন্যই দিল্লিতে এসেছি। সেটিং এর জন্য আসিনি।' জি ২৪ ঘণ্টাকে একান্ত সাক্ষাৎকারে জানান মুকুল রায়। সেইসঙ্গে তিনি এও স্পষ্ট করেন যে, তিনি বিজেপিতেই আছেন। মুকুল রায়ের স্পষ্ট কথা, 'বিজেপিতে ছিলাম, বিজেপিতেই আছি, বিজেপিতেই থাকব। আমি তো বিজেপিরই লোক।' আরও বলেন, 'খামখেয়ালিপণার জন্যই তৃণমূল ভবনে গিয়েছিলাম। মস্তিষ্ক অসুস্থ থাকলে, অনেক লোক অনেকরকম করায়। ভাইফোঁটার দিন মমতার বাড়িতেও গিয়েছিলাম। সে একদিন যেতেই পারি।' 

সোমবার সন্ধ্যায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। যে ভিডিয়োতে দেখা যায়, দিল্লি বিমানবন্দরে রয়েছেন মুকুল রায়! এই ভিডিয়ো ভাইরাল হতেই জল্পনা উসকে ওঠে রাজনৈতিক মহলে। তবে কি তিনি ফের বিজেপিতে যোগ দিতে চলেছেন? এর পাশাপাশি সোমবার রাতেই এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন ছেলে শুভ্রাংশু। পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্য়ায় বাড়ি থেকে মুকুলকে নিয়ে যান দুই ব্যক্তি। মাঝেমধ্যেই তাঁদের সঙ্গে বেরতেন মুকুল রায়। সেদিনও মুকুল রায়কে নিয়ে যান ওই দুজন। তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের সঙ্গেই কলকাতা বিমানবন্দরে পৌঁছন মুকুল রায়। 

শুভ্রাংশুর অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার এয়ারপোর্ট থানার পুলিস বিজেপির দক্ষিণ দমদম মণ্ডলের নেতা পীযূষ কানোরিয়াকে তলব করে। দিনভর জেরা করা হয় তাঁকে। পাশাপাশি, বিধাননগর পুলিস কমিশনারেটের একটি টিম মুকুল রায়ের সঙ্গে কথা বলতে দিল্লি গিয়ে পৌঁছয়। শুভ্রাংশু দাবি করেন যে, 'বাবার দিল্লির যাওয়ার পেছনে বড় অঙ্কের টাকার খেলা রয়েছে।' যদিও দিল্লিতে বসে ছেলের 'অপহরণে'র দাবি উড়িয়ে দেন মুকুল রায়। বিধাননগর কমিশনারেটের আধিকারিকদের টিমকে স্পষ্ট জানান, ‘আমি নিজের ইচ্ছায় এসেছি। আমাকে কেউ অপহরণ করেনি।’

আরও পড়ুন, Mamata Banerjee: তৃণমূলের জাতীয় দলের তকমা চলে যাওয়ার পর শাহকে ৪ বার ফোন করেছি! প্রমাণ হলে পদত্যাগ করব

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.