বাজেট অফ দ্য FDI, বাই দ্য FDI, ফর দ্য FDI, বললেন মমতা

রেল বাজেটের মতোই সাধারণ বাজেটেও বঞ্চিত বাংলা। এই অভিযোগে ফেসবুকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটকে ভিশনলেস, মিশনলেস এবং অ্যাকশনলেস বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, এই সরকার অফ দ্য এফডিআই, বাই দ্য এফডিআই, ফর দ্য এফডিআই। নয়া সরকার রাজনৈতিক প্রতিহিংসামূলক মনোভাব নিয়ে কাজ করছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। রেলবাজেটে দুটো ট্রেন ছাড়া কিছুই মেলেনি। সাধারণ বাজেটেও তেমন কিছু পেল না বাংলা।

Updated By: Jul 10, 2014, 06:09 PM IST

রেল বাজেটের মতোই সাধারণ বাজেটেও বঞ্চিত বাংলা। এই অভিযোগে ফেসবুকে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটকে ভিশনলেস, মিশনলেস এবং অ্যাকশনলেস বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, এই সরকার অফ দ্য এফডিআই, বাই দ্য এফডিআই, ফর দ্য এফডিআই। নয়া সরকার রাজনৈতিক প্রতিহিংসামূলক মনোভাব নিয়ে কাজ করছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। রেলবাজেটে দুটো ট্রেন ছাড়া কিছুই মেলেনি। সাধারণ বাজেটেও তেমন কিছু পেল না বাংলা।

ফেসবুকে মমতা লিখেছেন,

নতুন সরকার ক্ষমতায় আগে শক্তিশালী, উজ্জ্বল ভারতের স্বপ্ন দেখানো হয়েছিল। আমরা আশা করেছিলাম উন্নত প্রশাসন। কিন্তু শুরু থেকেই শুধু হতাশ হচ্ছি আমরা। দুটো বাজেটে এটাই স্পষ্ট যে এই সরকার অফ দ্য এফডিআই, বাই দ্য এফডিআই, ফর দ্য এফডিআই।

এরমধ্যেই রিটেলে এফডিআই রয়েছে। প্রতিরক্ষা ও বীমায় এফডিআই বাড়িয়ে ৪৯% করা হয়েছে। ব্যাঙ্কিং সেক্টরে বিনিয়োগ ৪৯% বাড়ানো হয়েছে। এগুলো সবকিছুই দেশের ক্ষতি করবে। আমাদের রাজ্যে প্রথম থেকেই কন্যাশ্র্রী প্রকল্পে ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় সারা দেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে বেটি পড়াও, বেটি বাড়াও প্রকল্পে মাত্র ১০০ কোটি বরাদ্দ করা হয়েছে। এটা হাস্যকর নয় কি?

পশ্চিমবঙ্গে বস্ত্রশিল্প এত উন্নত হওয়া সত্ত্বেও নতুন ৬টি টেক্সটাইল ক্লাস্টারে জায়গা পায়নি। দেশের বৃহত্তম ফল ও সব্জি উত্‍পাদনকারী রাজ্য হওয়া সত্ত্বেও বাজেটে হর্টিকালচার বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কোনও প্রস্তাব দেওয়া হয়নি।

একশো দিনের কাজের প্রকল্পে এক পয়সাও অনুদান বাড়ানো হয়নি। অন্যদিকে পেট্রোল, ডিজেল, কেরোসিন, ফল, সব্জির দাম দিন দিন বেড়ে চলেছে। এই বাজেট ভিশনলেস, মিশনলেস ও অ্যাকশনলেস। গরীবদের উন্নয়নের কথা ভাবাই হয়নি বাজেটে।

দুটো বাজেটেই এটা স্পষ্ট যে বাংলা ও বেশ কিছু রাজ্য বঞ্চিত হয়েছে। নতুন সরকার শুধুই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে।

.