মেট্রোর অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখে একাধিক সুপারিশ দমকলের

যাত্রী সুরক্ষায় মেট্রো কর্তৃপক্ষকে বেশ কয়েকটি সুপারিশও করা হয়েছে।

Updated By: Jan 3, 2019, 08:21 PM IST
মেট্রোর অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখে একাধিক সুপারিশ দমকলের

নিজস্ব প্রতিবেদন: মেট্রোকাণ্ডের পর ২৪টি স্টেশনে তদারকি করল দমকল দফতর। ছিলেন দমকলের ডেপুটি ডিরেকটর ও ৩জন ডিভিশনাল আধিকারিক। আর তাঁদের তদারকির পর উঠে এল মেট্রোর সঙ্গিন অবস্থা।   

দমকলের তদারকির পর যে ত্রুটিগুলি সামনে এসেছে, তা হল- অগ্নি বিপদের ঘণ্টা থাকলেও তা কাজ করে না। ধোঁয়া সনাক্তকরণের পদ্ধতি তথৈবচ। ধোঁয়া বের হবার পর্যাপ্ত ব্যবস্থাও নেই। অগ্নি নির্বাপণ সিলিন্ডার ছিল বিকল। অসুস্থ ব্যক্তিকে বাইরে নিয়ে যাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা নেই। 

যাত্রী সুরক্ষায় মেট্রো কর্তৃপক্ষকে বেশ কয়েকটি সুপারিশও করা হয়েছে। সেগুলি হল- অগ্নিকাণ্ডের সময় কীভাবে পরিস্থিতি সামলাতে হয়, এমন প্রশিক্ষিত ব্যক্তিদের নিয়োগ করতে হবে। নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা রাখতে হবে। মেট্রোর ভিতরে অন্ধকার হয়ে গেলে বিকল্প আলোর ব্যবস্থা করতে হবে। অসুস্থদের জন্য স্ট্রেচারের ব্যবস্থা রাখতে হবে। করাতে হবে ফায়ার অডিট। 

আরও পড়ুন- গরিবি হঠাওয়ের পর কৃষি ঋণ মকুবের নামে দেশকে ঠকাচ্ছে কংগ্রেস: মোদী

দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ''মেট্রোকে প্রয়োজনীয় প্রস্তাব দেওয়া হবে। তারপরেও গাফিলতি দেখা গেলে আইন অনুযায়ী পদক্ষেপ করবে সরকার''। 

.