এক ধাক্কায় কয়েক গুণ বাড়ল মেট্রোর ভাড়া, নতুন ভাড়া ১৮ অক্টোবর থেকে চালু

এক ধাক্কায় অস্বাভাবিক হারে বৃদ্ধি পেল মেট্রো রেলের ভাড়া। সর্বনিম্ন ভাড়া ৪থেকে বাড়িয়ে করা হল ৫টাকা। তবে আগে ৪টাকা দিয়ে যাওয়া যেত ৫ কিমি অবধি। এখন থেকে ৫টাকায় যাওয়া যাবে মাত্র ২কিমি রাস্তা। বদলে ফেলা হয়ে দূরত্বের স্ল্যাবও। সর্বোচ্চ ভাড়া ১৪ থেকে বাড়িয়ে করা হচ্ছে ৩০ টাকা। স্মার্ট কার্ডে সুবিধা পাওয়া যাবে মাত্র ১০% হারে। নতুন ভাড়া চালু হবে ১৮ অক্টোবর থেকে।

Updated By: Oct 8, 2013, 10:37 PM IST

এক ধাক্কায় অস্বাভাবিক হারে বৃদ্ধি পেল মেট্রো রেলের ভাড়া। সর্বনিম্ন ভাড়া ৪থেকে বাড়িয়ে করা হল ৫টাকা। তবে আগে ৪টাকা দিয়ে যাওয়া যেত ৫ কিমি অবধি। এখন থেকে ৫টাকায় যাওয়া যাবে মাত্র ২কিমি রাস্তা। বদলে ফেলা হয়ে দূরত্বের স্ল্যাবও। সর্বোচ্চ ভাড়া ১৪ থেকে বাড়িয়ে করা হচ্ছে ৩০ টাকা। স্মার্ট কার্ডে সুবিধা পাওয়া যাবে মাত্র ১০% হারে। নতুন ভাড়া চালু হবে ১৮ অক্টোবর থেকে।
যে হারে বাড়ল মেট্রোর ভাড়া
দূরত্ব (কিমি) ভাড়া (টাকায়)
আগে ছিল এখন হল আগে ছিল এখন হল
০-৫ ০-২ ৪ ৫
৫-১০ ২-৬ ৬ ১০
১০-১৫ ৬-১২ ৮ ১৫
১৫-২০ ১২-২১ ১০ ২০
২০-২১ ২১-৩০ ১২ ২৫
২১-৪০ ৩০-৪০ ১৪ ৩০
দৈনিক ২৫০ টাকার স্মার্ট কার্ড কিনলে সারা দিন যে কোনও দূরত্ব পার করা সম্ভব।

.