১ লা শ্রাবণে, কলকাতায় 'ঈদের হালিম, রথের পাঁপড়' একসঙ্গে
একইদিনে ইদ আর রথযাত্রা। দিনভর উত্সবের মেজাজে কলকাতা। সকালে রেড রোডে বিশেষ নামাজ। বেলায় ইস্কনের রথ যাত্রা। দুই অনুষ্ঠানেই যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তসবের দিনে সম্প্রীতির আবহ গোটা শহর জুড়ে।
ব্যুরো: একইদিনে ইদ আর রথযাত্রা। দিনভর উত্সবের মেজাজে কলকাতা। সকালে রেড রোডে বিশেষ নামাজ। বেলায় ইস্কনের রথ যাত্রা। দুই অনুষ্ঠানেই যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তসবের দিনে সম্প্রীতির আবহ গোটা শহর জুড়ে।
ইদ উপলক্ষে রেড রোডের বিশেষ নামাজ। বড়দের সঙ্গে প্রার্থনায় সামিল ছোটরাও। রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্সবের সকালে সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
প্রতিবছরের মতো এবছরও জমজমাট ইস্কনের রথ যাত্রা। রথের রশিতে টান দিতে মুখ্যমন্ত্রী, মেয়র ছাড়াও হাজির ছিলেন দেব ও কোয়েল। ইস্কনের রথের মতোই শহরে রয়েছে বেশ কিছু বনেদি বাড়ির রথ। ঢাক আর সানাইয়ের সুরে সেখানেও মহা সমারোহ।
এক দিকে ইদ, অন্য দিকে রথ যাত্রা। সম্প্রীতির সুরে উত্সবে রঙিন শনিবারের কলকাতা।