আজ খুশির ইদ, গোটা বিশ্বের সঙ্গে উৎসবের আনন্দে মাতোয়ারা কলকাতাও

দীর্ঘ একমাস রোজা পালনের পর আজ সেই শুভদিন৷ আজ পবিত্র ঈদ। রামজান মাসের অবসানে আজ পবিত্র ইদে গোটা বিশ্বের সঙ্গে কলকাতাও মাতোয়ারা উত্‍সবে মাতোয়ারা মুসলিম সম্প্রদায়ের মানুষ। সকাল থেকেই নতুন পোষাক পরে মসজিদে মসজিদে চলছে প্রার্থনা...নামাজ পাঠ। সারা দেশের সঙ্গে এরাজ্যেও পালিত হচ্ছে ইদ-উল-ফিতর। সাতসকালে নমাজ পাঠের মাধ্যমে প্রার্থনা সেরে একে অপরকে শুভেচছা বিনিময়ের মাধ্যমে দিনভর উত্সবের আমেজে মাতোয়ারা হচ্ছে গোটা বিশ্ব৷

Updated By: Jul 18, 2015, 08:44 AM IST
আজ খুশির ইদ, গোটা বিশ্বের সঙ্গে উৎসবের আনন্দে মাতোয়ারা কলকাতাও

ওয়েব ডেস্ক: দীর্ঘ একমাস রোজা পালনের পর আজ সেই শুভদিন৷ আজ পবিত্র ঈদ। রামজান মাসের অবসানে আজ পবিত্র ইদে গোটা বিশ্বের সঙ্গে কলকাতাও মাতোয়ারা উত্‍সবে মাতোয়ারা মুসলিম সম্প্রদায়ের মানুষ। সকাল থেকেই নতুন পোষাক পরে মসজিদে মসজিদে চলছে প্রার্থনা...নামাজ পাঠ। সারা দেশের সঙ্গে এরাজ্যেও পালিত হচ্ছে ইদ-উল-ফিতর। সাতসকালে নমাজ পাঠের মাধ্যমে প্রার্থনা সেরে একে অপরকে শুভেচছা বিনিময়ের মাধ্যমে দিনভর উত্সবের আমেজে মাতোয়ারা হচ্ছে গোটা বিশ্ব৷

ইদের খুশিতে উচ্ছসিত কলকাতা-সহ গোটা রাজ্য৷ আজ মহানগরীর রেড রোডে আয়োজন করা হয়েছে প্রার্থনার। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ সহ রাজ্যের সমস্ত মসজিদ ও ইদগাহে চলছে বিশেষ প্রার্থনা।

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা-ইদ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুশির ইদে দেশে শান্তি, একতা এবং সৌভাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

.