মন্ত্রিসভায় রদবদল; মমতার হাতেই অর্থ, পঞ্চায়েতে পুলক, প্রতিমন্ত্রী চন্দ্রিমা-বেচারাম

পার্থ-শশী-মানস ভুঁইঞার দায়িত্ব বৃদ্ধি

Updated By: Nov 9, 2021, 05:39 PM IST
মন্ত্রিসভায় রদবদল; মমতার হাতেই অর্থ, পঞ্চায়েতে পুলক, প্রতিমন্ত্রী চন্দ্রিমা-বেচারাম

নিজস্ব প্রতিবেদন: রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল। একাধিক দফতরের দায়িত্ব বণ্টন। অর্থ দফতর নিজের হাতে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অর্থ উপদেষ্টা করা হল অমিত মিত্রকে (Amit Mitra)। অর্থ দফতরের প্রতিমন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। 

এতদিন পঞ্চায়েত দায়িত্ব সামলেছেন সুব্রত মুখোপাধ্য়ায় (Subrata Mukherjee)। তাঁর নেতৃত্বে ভাল কাজ করেছে এই দফতর। একশো দিনের কাজে দেশের মধ্য়ে একাধিকবার প্রথম হয়েছে এই রাজ্য।  সুব্রত মুখোপাধ্য়ায়ের (Subrata Mukherjee) অকাল প্রয়াণে পঞ্চায়েত দফতরে শূন্যতা তৈরি হয়। মন্ত্রিসভার নয়া রদবদলে পঞ্চায়েত দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে পুলক রায়কে (Pulak Roy)। পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে বেচারাম মান্নাকে (Becharam Manna)। 

আরও পড়ুন: কলকাতা-হাওড়ায় পুরভোটের দিন ঘোষণা, আইনি লড়াইয়ের পথে বিজেপি

আরও পড়ুন: Tala Bridge: আগামী বছরের গোড়াতেই খুলছে টালা ব্রিজ? বিধানসভায় ইঙ্গিত পূর্তমন্ত্রীর

দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন সাধন পাণ্ডে (Sadhan Pande)। তাঁর জায়গায় ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে মানস ভুঁইঞাকে (Manas Ranjan Bhunia)। দায়িত্ব বাড়ল পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) এবং শশী পাঁজার। শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব পেলেন তিনি। নারী ও শিশু কল্যাণের পাশাপাশি শশী পাঁজা (Sashi Panja) সামলাবেন স্বনির্ভর দফতরের দায়িত্ব। তথ্য কমিশনের নতুন দুই সদস্য হলেন নবীন প্রকাশ এবং বীরেন্দ্র।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.