প্রথম দু'বার নেগেটিভ, শেষবার পজেটিভ, রক্ষা করা গেল না লালবাজারের পুলিসকর্তাকে

নিজস্ব প্রতিবেদন: দু-দু’বার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু কিছুতেই শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তৃতীয়বারের রিপোর্ট আসে পজেটিভ। লড়াই শেষ হল শুক্রবার। মৃত্যু হল কলকাতা পুলিশের এক  ইন্সপেক্টরের।

শুক্রবার সকাল ৮টা নাগাদ মৃত্যু হয় কলকাতা পুলিশের ইন্সপেক্টর অভিজ্ঞান মুখোপাধ্যায়ের। পুলিস সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই শরীর অসুস্থ ছিল তাঁর। আগে তাঁর দুবার রিপোর্ট এসেছিল নেগেটিভ। বৃহস্পতিবার রাতে ফের শ্বাসকষ্ট শুরু হয় অভিজ্ঞানবাবুর। সূত্রের খবর, শেষবারের রিপোর্ট তাঁর পজেটিভ এসেছিল।

আরও পড়ুন: লুকিয়ে বিয়ে, জুনে বাড়িতে জানালেও জামাইকেই চেনেন না বাবা-মা! চিকিত্সক মানসীর মৃত্যুর রহস্য ল্যাপটপে

রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। লালবাজারের ইকুইপমেন্ট সেকশনে ইন্সপেক্টর ইন চার্জ ছিলেন তিনি। যদিও পুলিসের তরফে এখনও কিছু স্পষ্ট করা হয়নি।

English Title: 
Severe shortness of breath, death of Lalabazar police chief
News Source: 
Home Title: 

প্রথম দু'বার নেগেটিভ, শেষবার পজেটিভ, রক্ষা করা গেল না লালবাজারের পুলিসকর্তাকে

প্রথম দু'বার নেগেটিভ, শেষবার পজেটিভ, রক্ষা করা গেল না লালবাজারের পুলিসকর্তাকে
Caption: 
নিজস্ব চিত্র
Yes
Is Blog?: 
No