সাউথ সিটিতে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত এলাকা
তৃণমূল ছাত্র পরিষদের দুটি গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সাউথ সিটি কলেজের দিবা বিভাগ। ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র পেশ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। কলেজ ক্যাম্পাসের গণ্ডি ছাড়িয়ে ব্যস্ত রাস্তাতেও শুরু হয়ে যায় গণ্ডগোল। যার জেরে যান চলাচল ব্যাহত হয়।
তৃণমূল ছাত্র পরিষদের দুটি গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সাউথ সিটি কলেজের দিবা বিভাগ। ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র পেশ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। কলেজ ক্যাম্পাসের গণ্ডি ছাড়িয়ে ব্যস্ত রাস্তাতেও শুরু হয়ে যায় গণ্ডগোল। যার জেরে যান চলাচল ব্যাহত হয়।
হেরম্বচন্দ্র কলেজে ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র পেশ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুটি গোষ্ঠীর মধ্যে তিক্ততা চরমে পৌঁছল। একটি গোষ্ঠীর সমর্থকদের অভিযোগ, শনিবার সকালে তাঁরা কলেজে পৌঁছতেই টিএমসিপির আরেকটি গোষ্ঠী তাঁদের মনোনয়ন পেশ করতে বাধা দেয়। এর পর তাদের মনোনয়নপত্র ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তারপরই দুপক্ষের মধ্যে মারধর শুরু হয়ে যায়। সংঘর্ষে কয়েকজন আহত হন।
সংঘর্ষের সময় তৃণমূল ছাত্র পরিষদের একটি গোষ্ঠী মার খেয়ে বালিগঞ্জ আইটিআইয়ের কাছে পালিয়ে যায়। কিন্তু অন্য গোষ্ঠীর ছেলেরা সেখানেও তাদের ধাওয়া করে। ট্রাফিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাইক নিয়ে হম্বিতম্বি চালায় তারা। রাস্তার অন্যান্য গাড়ি তখন সিগন্যালে ফেঁসে আটকে পড়েছে। টিএমসিপির একটি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের অভিযোগ, গড়িয়াহাট এবং লেক থানা কাছে হওয়া সত্ত্বেও পুলিস গণ্ডগোল থামাতে উদ্যোগ নেয়নি। ঘটনার পর একপক্ষ তৃণমূল ছাত্র নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর বিরুদ্ধে লেক থানায় অভিযোগ দায়ের করে। তাদের বক্তব্য, পুলিস প্রথমে অভিযোগ নিতে চায়নি। পরে জেনারেল ডায়েরি নেয়। টিএমসিপির গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় পুলিস কেন এফআইআর নিল না, সে প্রশ্নও উঠেছে।