মেধা তালিকায় বঞ্চিতদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি শিক্ষা দফতরের

অভিযোগ উঠেছিল যে, মেধা তালিকায় নাম থাকা ব্যক্তিদের টপকে গিয়ে চাকরি পেয়েছেন বহুজন। সেই চাকরি প্রার্থীদের জন্যই নয়া পদ তৈরি করা হয়। মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত হয়েছিল। বৃহস্পতিবার সেটারই বিজ্ঞপ্তি প্রকাশ করল শিক্ষা দফতর। 

Updated By: May 19, 2022, 10:09 PM IST
মেধা তালিকায় বঞ্চিতদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি শিক্ষা দফতরের

নিজস্ব প্রতিবেদন: মেধা তালিকায় বঞ্চিতদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি। শিক্ষা দফতরের তরফে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি ও গ্রুপ ডি-র মেধা তালিকায় বঞ্জিতদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

অভিযোগ উঠেছিল যে, মেধা তালিকায় নাম থাকা ব্যক্তিদের টপকে গিয়ে চাকরি পেয়েছেন বহুজন। সেই চাকরি প্রার্থীদের জন্যই নয়া পদ তৈরি করা হয়। মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত হয়েছিল। বৃহস্পতিবার সেটারই বিজ্ঞপ্তি প্রকাশ করল শিক্ষা দফতর। 

শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের নিয়ম মেনে এবং আদালতের যদি কোনও বাধা না থাকে, তাহলে নিয়োগ শুরু হতে পারে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.