অটো দৌরাত্ম্যের প্রতিবাদ, উল্টোডাঙা স্টেশন রোডে অবরোধ
সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তিতে অফিস যাত্রীরা।
নিজস্ব প্রতিবেদন: অটো দৌরাত্ম্যের প্রতিবাদে উল্টোডাঙা স্টেশন রোডে অবরোধে। চরম ভোগান্তিতে অফিসযাত্রীরা। প্রায় দেড় ঘণ্টার ওপর লাইনে দাঁড়িয়েও মিলছে না অটো।
সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তিতে তথ্য প্রযুক্তি তালুকের অফিস যাত্রীরা। উল্টোডাঙা স্টেশন থেকে সল্টলেক সেক্টর ফাইভে আসার অটোর অমিল। দীর্ঘক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়েও মিলছে না কলেজ মোড়, ওয়েবেলের অটো। যে কয়েকটা অটো আসছে, তারাও রিজার্ভ করে সল্টলেক যাচ্ছে। এরই মধ্যে ঝোপ বুঝে কোপ মারছে রানিং অটোগুলি। অভিযোগ, যাত্রী পিছু ভাড়া ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত চেয়ে বসছেন চালকরা। এমনকি অনেকে ৪০০ টাকা পর্যন্তও ভাড়া দাবি করেছেন। এক্ষেত্রে অভিযোগ জানানো সত্ত্বেও, ট্রাফিক পুলিস কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ
অটোর অস্বাভাবিক ভাড়া, জুলুমবাজি ও যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে সোমবার সকালে সওয়া ন’টা থেকে উল্টোডাঙা 30 A বাসস্ট্যান্ডে অবরোধ করেন যাত্রীরা। দাঁড়িয়ে যায় বাস, অটো, অন্যান্য গাড়ি। পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যানজট আরএস সফটওয়্যারের সামনে।