ছাত্র নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুবার্ষিকীতে পুলিসের লাঠিতে ফের রক্তাক্ত পড়ুয়ারা

ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুবার্ষিকীতে ফিরে এল দু বছর আগের স্মৃতি। বাম ছাত্র সংগঠনের মিছিলে ফের  লাঠি চালাল পুলিস। ফের রক্ত ঝরল রানি রাসমণিতে। আহত হলেন পঁয়তাল্লিশজন ছাত্র। পাঁচজনের আঘাত গুরুতর।

Updated By: Apr 2, 2015, 09:42 PM IST
ছাত্র নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুবার্ষিকীতে পুলিসের লাঠিতে ফের রক্তাক্ত পড়ুয়ারা

ব্যুরো: ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুবার্ষিকীতে ফিরে এল দু বছর আগের স্মৃতি। বাম ছাত্র সংগঠনের মিছিলে ফের  লাঠি চালাল পুলিস। ফের রক্ত ঝরল রানি রাসমণিতে। আহত হলেন পঁয়তাল্লিশজন ছাত্র। পাঁচজনের আঘাত গুরুতর।

২ এপ্রিল, ২০১৩, সেদিনও ছিল বাম ছাত্র সংগঠনের মিছিল। সেদিনও রানি রাসমণি রোড। মিছিল আটকায় পুলিস। লাঠিচার্জ হয়। গ্রেফতার হন বহু ছাত্রনেতা। পুলিস হেফাজতে মৃত্যু হয় সুদীপ্ত গুপ্তের। এমনটাই অভিযোগ বামফ্রন্টের।

২ এপ্রিল, ২০১৫, সুদীপ্ত গুপ্তের মৃত্যুবার্ষিকীতে তাঁর মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবিতে এদিন রাস্তায় নেমেছিল  বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

ফের ফিরে এল দুবছর আগের স্মৃতি।

 

.