সবং ইস্যুতে কংগ্রেসের ডাকা বনধ: সমর্থনের প্রশ্নে ধরি মাছ না ছুঁই পানি নীতি সিপিএমের
সবং ইস্যুতে কংগ্রেসের ডাকা বনধকে কি সমর্থন করবে সিপিএম? এখনও এনিয়ে ঝেড়ে কাশেননি রাজ্যের নেতারা। আপাতত ধরি মাছ, না ছুঁই পানিতেই আস্থা রাখছে সিপিএম।বিরোধিতার প্রশ্নে অনেকটাই একসুর। তা সে কেন্দ্র হোক বা রাজ্য। সংসদ ভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভে হাজির হচ্ছেন সিপিএম নেতারা। উল্টোটাও হচ্ছে। বামেদের প্রতিবাদে গলা মেলাতে পৌছে যাচ্ছেন প্রদীপ ভট্টাচার্য। তাহলে কি এক বিন্দুতেই মিলছে বিরোধের সুর? রাজ্যের সিপিএম নেতারা কিন্তু এনিয়ে অবস্থান স্পষ্ট করছেন না। আঠেরো তারিখ কংগ্রেসের ডাকা বাংলা বনধ।
ব্যুরো: সবং ইস্যুতে কংগ্রেসের ডাকা বনধকে কি সমর্থন করবে সিপিএম? এখনও এনিয়ে ঝেড়ে কাশেননি রাজ্যের নেতারা। আপাতত ধরি মাছ, না ছুঁই পানিতেই আস্থা রাখছে সিপিএম।বিরোধিতার প্রশ্নে অনেকটাই একসুর। তা সে কেন্দ্র হোক বা রাজ্য। সংসদ ভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভে হাজির হচ্ছেন সিপিএম নেতারা। উল্টোটাও হচ্ছে। বামেদের প্রতিবাদে গলা মেলাতে পৌছে যাচ্ছেন প্রদীপ ভট্টাচার্য। তাহলে কি এক বিন্দুতেই মিলছে বিরোধের সুর? রাজ্যের সিপিএম নেতারা কিন্তু এনিয়ে অবস্থান স্পষ্ট করছেন না। আঠেরো তারিখ কংগ্রেসের ডাকা বাংলা বনধ।
এই বনধকে কি সমর্থন জানাবে সিপিএম? উত্তরটা সুকৌশলে এড়িয়ে গেলেন সূর্যকান্ত মিশ্র।
সোমবার থেকে বামেদের লাগাতার তিনদিনের অবস্থান বিক্ষোভ। আঠাশে অগাস্ট দশ দফা দাবিতে নবান্ন অভিযান। দোসরা সেপ্টেম্বর বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকে ভারত বনধ। তাতে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে INTUC. কংগ্রেসকেও সমর্থন জানাতে আর্জি জানানো হয়েছে। কিন্তু, সে তো ঢের দেরি। তার আগে সবং নিয়ে কি কংগ্রেসের সঙ্গে একযোগে পথে নেমে বনধকে সমর্থন করবে সিপিএম?