অরিজিৎ 'গেরুয়া' গেয়েছিলেন ১৫ তারিখ, অনুষ্ঠান বাতিল হয় ৮ ডিসেম্বর! তবু বিতর্ক?
ইকো পার্কে অরিজিৎ সিংয়ের শো বাতিল ইস্যুতে তৃণমূল-বিজেপি তরজা অব্যাহত। এবার এই ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো একটি ট্যুইট তুলে ধরে তাঁকে আক্রমণ করেন শুভেন্দু। তাঁর প্রশ্ন, পাক গায়ক গুলাম আলির ক্ষেত্রে সঙ্গীতের কোনও সীমানা নেই, কিন্তু হিন্দুস্তানি গায়ক অরিজিতের ক্ষেত্রে বিষয়টা আলাদা।
Suvendu Adhikari, Mamata Banerjee, Arijit Sing, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : ইকো পার্কে অরিজিৎ সিংয়ের শো বাতিল ইস্যুতে তৃণমূল-বিজেপি তরজা অব্যাহত। এবার এই ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো একটি ট্যুইট তুলে ধরে তাঁকে আক্রমণ করেন শুভেন্দু। তাঁর প্রশ্ন, পাক গায়ক গুলাম আলির ক্ষেত্রে সঙ্গীতের কোনও সীমানা নেই, কিন্তু হিন্দুস্তানি গায়ক অরিজিতের ক্ষেত্রে বিষয়টা আলাদা।
২০১৫-র সালের ৮ অক্টোবর পাক গায়ক গুলাম আলিকে কলকাতায় স্বাগত জানিয়ে একটি ট্যুইট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, 'সঙ্গীতের কোনও সীমানা নেই। সঙ্গীত হল হৃদয়ের ছন্দ। কলকাতায় গুলাম আলিজিকে স্বাগত। আমরা সমস্ত ব্যবস্থা করব।' বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো এই ট্যুইট তুলে ধরে শুভেন্দু অধিকারী লেখেন, 'পাকিস্তানি গায়ক গুলাম আলিজি-র ক্ষেত্রে সঙ্গীতের কোনও বাধা নেই, হিন্দুস্তানি গায়ক অরিজিৎ সিংয়ের ক্ষেত্রে বিষয়য়টা আলাদা।' এই লেখার সঙ্গে হ্যাজট্যাগে শুভেন্দু অধিকারী #রং দে তু মোহে গেরুয়া দিয়েছেন।
Music has no boundaries when it comes to Pakistani Ghulam Ali but the case is different for Hindustani Arijit Singh.#Rang_De_Tu_Mohe_Gerua pic.twitter.com/j6pqg1fDfv
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 29, 2022
যদিও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা ট্যুইটে সাফ জানান, অরিজিৎ 'গেরুয়া' গেয়েছিলেন ১৫ ডিসেম্বর, যদিও শো বাতিল হয়ে গিয়েছে গত ৮ ডিসেম্বর। বিজেপি এটা নিয়ে অকারণেই নোংরা রাজনীতি করছে।
Arijit sang ' gerua' on 15th.
His prgrm was cancelled and deposit money 3 lacs was returned back on 8th. So, how can it be result of 'gerua'?
On 9/12 team Arijit deposited 1 lac to Aquatica. Today inspection is on. Final application is yet to be done.
BJP doing cheap politics.— Kunal Ghosh (@KunalGhoshAgain) December 29, 2022
প্রসঙ্গত ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে 'রং দে তু মোহে গেরুয়া' গেয়েছিলেন অরিজিৎ সিং। এরপর ১৮ ফেব্রুয়ারি ইকোপার্কে শো করার কথা ছিল অরিজিতের। তবে হিডকোর তরফে সেই শো বাতিল করা হয়। পরিবেশগত কারণেই এই শো বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে অরিজিতে এই শো বাতিল হতেই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করে বিজেপি। এবিষয়ে বিজেপি নেতা অমিত মালব্য ২৮ ডিসেম্বর ট্যুইট করেন, কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে নাগরিক স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা ক্রমাগত হারিয়ে ফেলার কথা বলেছিলেন সিনিয়র বচ্চন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ডায়াসে দাঁড়িয়ে রং দে তু মোহে গেরুয়া গাওয়ার কারণে অরিজিৎ সিং-এর ইকোপার্কের শো বাতিল করে হিডকো, এবং পশ্চিমবঙ্গ সরকার।
Sr Bachchan was on dot when he spoke about shrinking space for civil liberties and freedom of expression at the Kolkata Film Festival.
Arijit Singh who sang “Rang de tu mohe gerua”, with Mamata Banerjee on the dais now finds his show at EcoPark cancelled by HIDCO, a WB Govt body.— Amit Malviya (@amitmalviya) December 28, 2022
যদিও বিরোধীদের অভিযোগ মানতে রাজি নন হিডকো চেয়ারম্যান, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায়, 'অরিজিৎ সিং আমার খুবই প্রিয়। আমার সঙ্গে, মমতাদির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক দারুণ। ফিল্ম ফেস্টিভ্যালে এসেছিলেন। KIFF বা ফিল্ম ফেস্টিভাল, এসব দিয়ে আমরা একজন শিল্পীকে দেখিনি'। তাহলে? মন্ত্রী জানিয়েছেন, 'ইকো পার্কে জি-২০ সম্মেলন আছে। প্রচুর ভিড় হচ্ছে। এই সময়ে বড় ফাংশান করলে, আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে। সেজন্যই অনুমতি দেওয়া হয়নি। তবে বিকল্প জায়গা দেওয়া হয়েছে'।