Trinamoole Nabo Jowar: অভিষেকের নবজোয়ারে এবার 'শোলে' ছাপ!

পঞ্চায়েত ভোটে কাকে প্রার্থী চান?  সাধারণ মানুষের মতামত জানতে কোচবিহার থেকে কাকদ্বীপ থেকে জনসংযোগ যাত্রা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির নাম, 'তৃণমূলে নবজোয়ার'। 

Updated By: Sep 10, 2023, 04:38 PM IST
Trinamoole Nabo Jowar: অভিষেকের নবজোয়ারে এবার 'শোলে' ছাপ!

প্রবীর চক্রবর্তী: 'বহিরাগতদের স্থান নেই বাংলায়'। ধূপগুড়ি উপনির্বাচনে জয়ের পর পুরনো স্লোগানেই শান দিয়ে ফের ভিডিয়ো প্রকাশ করল তৃণমূল। অভিষেকের নবজোয়ারে এবার 'শোলে' ছাপ!

আরও পড়ুন: Sukanta Majumdar: 'লেনিনের এতবড় মূর্তি; ওঁর কী অবদান আছে আমাদের জীবনে, কোনও দরকার নেই এসব থাকার'

বছর ঘুরতেই ফের ভোট! ঘাসফুল ফুটল এবার ধুপগুড়িতেও। কীভাবে? উপনির্বাচনে ৪৩৮৩ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, 'এটা উত্তরবঙ্গে বড় জয়, সারা বাংলার জয়'।

এর আগে, একুশের বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি কেন্দ্রটি গিয়েছিল বিজেপি দখলে। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিষ্ণুপদ রায়। ২৫ জুলাই প্রয়াত হন তিনি। উপনির্বাচনে এবার ওই আসনটি হাতছাড়া হয়ে গেল গেরুয়াশিবিরের।

এদিকে অমিত শাহ থেকে জেপি নাড্ডা। একুশের বিধানসভা ভোটে প্রচারে যখন কোনও কেন্দ্রীয় মন্ত্রী বা বিজেপি নেতা বাংলায় এসেছেন, তাঁদের 'বহিরাগত' তকমা দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। স্রেফ সেই স্লোগানকে ফিরিয়ে আনাই নয়, অভিষেকে নবজোয়ার কর্মসূচির টুকরো ছবি দিয়ে 'শোলে'-র কায়দায় তৈরি করা হল ভিডিয়ো-ও।

 

আরও পড়ুন: Swasthya Sathi: অর্থোপেডিক সার্জারি নিয়ে কড়াকড়ি! স্বাস্থ্যসাথীতে খরচ কমাতে মরিয়া রাজ্য

পঞ্চায়েত ভোট তখন দোরগোড়ায়। কাকে প্রার্থী চান? সাধারণ মানুষের মতামত জানতে কোচবিহার থেকে কাকদ্বীপ থেকে জনসংযোগ যাত্রা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির নাম, 'তৃণমূলে নবজোয়ার'। শুধু তাই নয়, মালদহের ইংরেজবাজার, পশ্চিম মেদিনীপুরের শালবনি ও দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপে এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.